‘তৃতীয় চোখের ভুল…’, WTC ফাইনালে গ্রিনের ক্যাচ নিয়ে মিম কলকাতা পুলিশের

‘তৃতীয় চোখের ভুল…’, WTC ফাইনালে গ্রিনের ক্যাচ নিয়ে মিম কলকাতা পুলিশের

সাম্প্রতিককালে খেলা এবং বিনোদন জগতের বহু ঘটনা বা বিতর্ক নিয়ে মিম বানিয়ে সাধারণ মানুষকে বিভিন্ন বিষয়ে সতর্ক করে থাকে পুলিশ। মুম্বই, কলকাতা, দিল্লি পুলিশ নিজেদের টুইটার ও ফেববুক থেকে ‘মিম’ বানিয়ে তা পোস্ট করে থাকে। গতকাল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ক্যামেরন গ্রিনের বিতর্কিত ক্যাচ নিয়ে তাই ‘মিম’ বানানোর সুযোগটা হাতছাড়া করল না কলকাতা পুলিশ। ব্যাঙ্কিং জালিয়াতির বিষয়ে সাধারণ মানুষকে অবগত এবং সতর্ক করতে গিলের বিতর্কিত আউটের ‘সাহায্য’ নিল লালবাজার। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে কলকাতা পুলিশের সেই ‘মিম’। তা ভাইরাল হয়েছে।

ব্যাঙ্কিং জালিয়াতির বিরুদ্ধে আম জনতাকে সতর্ক করতে মিম পোস্ট করে কলকাতা পুলিশ লেখে, ‘তৃতীয় চোখের ভুল শোধরাো দায়, তবে টাকা খোয়া গেলে ফেরত আনা যায়’। এরই সঙ্গে কোলাজে গ্রিনের ক্যাচ এবং ব্যাঙ্ক থেকে টাকা কাটার একটি এসএমএস-এর ছবি দেওয়া। নীচে ব্যাঙ্ক জালিয়াতি রোধে হেল্পলাইন নম্বর (৮৫৮৫০৬৩১০৪) দেওয়া। অনেকেই এই মিম উপভোগ করেন। কমেন্টে একজন লেখেন, ‘দুর্দান্ত ক্যাপশন, এবং স্পষ্টতই বলটি মাটিতে লেগেছে।’ অপর একজন লেখেন, ‘কলকাতা পুলিশের এই পেজ থেকে অসাধারণ ক্রিয়েটিভ পোস্ট দেখতে পাই.. এই কাজটি যাঁরা করছেন তাঁদেরকে শুভেচ্ছা..’ আরেকজন লেখেন, ‘মানুষ যতদিন না প্রথাগত শিক্ষার বাইরে নিজেদের বিচার বুদ্ধিকে কাজে লাগাবে,ততদিন মানুষ বোকাই বনে যাবে।’ অন্য একজনের কথায়, ‘উপমা টা সময়োচিত!

প্রসঙ্গত, গতকাল অস্ট্রেলিয়ার দেওয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত গতিতে রান করছিলেন ভারতের দুই ওপেনার। মাত্র ৭ ওভারে ভারতের ঝুলিতে চলে এসেছিল ৪১ রান। এই আবহে অষ্টম ওভারের প্রথম বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শুভমন গিল। তবে সেই ক্যাচ নিয়ে চর্চা, বিতর্কের অন্ত নেই। অষ্টম ওভারের প্রথম বলে স্কট বল্যান্ডের বলটি গিলের ব্যাটের কাণায় লেগে স্লিপের দিকে যায়। নিজের বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে বলটি লুফে নেন ক্যামেরন গ্রিন। তবে শুভমন গিল ক্রিজ না ছেড়ে দাঁড়িয়ে থাকেন নিজের জায়গায়। এরপর মাঠের আম্পায়াররা ক্যাচের বৈধতা নির্ধারণের জন্য তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হন। তৃতীয় আম্পায়ার গিলকে আউট দেন। পরে গ্রিন বল করতে এলে মাঠে উপস্থিত ভারতীয় সমর্থকরা ‘চিটার’ স্লোগান তোলেন। রব ওঠে – ‘গলি গলি মে শোর হ্যায়, ক্যামের গ্রিন চোর হ্যায়।’ এদিকে রিচার্ড কেটলবরোর বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন ভারতীয় সমর্থকরা। দিনের শেষে টুইট করে নিজের আউট নিয়ে থার্ড আম্পায়কেও এক হাত নেন শুভমন গিল।

(Feed Source: hindustantimes.com)