পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। তারপরে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়া। এই নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে চরম ব্যস্ততা। তবে মনোনয়ন জমা দেওয়ার নিরিখে হিসাব ধরলে দেখা যাবে প্রথম দু’দিনে সকলকে পিছনে ফেলে এগিয়ে রয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে বিজেপি কী সমস্ত আসনে প্রার্থী দিতে চলেছে, তাই নিয়ে উঠেছে প্রশ্ন। এ নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনিও সব আসনে প্রার্থী দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সুকান্ত মজুমদার বলেন, ‘আমাদের ইতিমধ্যে ৫ হাজার আসনে প্রার্থীর মনোনয়ন হয়ে গিয়েছে। আমাদের ধারে কাছে কেউ নেই। আমরাই এখনও পর্যন্ত সবথেকে এগিয়ে। বিজেপি সব জায়গাতেই প্রার্থী দেবে। আর কোথাও প্রার্থী না দিলে বুঝবেন কৌশলগতভাবে দেওয়া হয়নি।’
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে, এমনকী পুরসভা নির্বাচনে পরাজয় হয়েছে বিজেপির। এরইমধ্যে শাসক দলের বিরুদ্ধে নিয়োগে দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন পাচারের অভিযোগে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। বিভিন্ন সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল বিরোধী শিবিরের সঙ্গে বিজেপির এক জোট হওয়ার খবরও প্রকাশ্যে এসেছে। যদিও এ নিয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘খাতায়-কলমে আমাদের কারও সঙ্গে জোট নেই। মানুষ কাকে ভোট দেবে সেটা মানুষই সিদ্ধান্ত নেবে।’
প্রসঙ্গত, মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তির, এমনকী রক্তপাতের ঘটনা সামনে এসেছে। একাধিক জায়গায় বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, ‘আজ পর্যন্ত বাংলা একটিও নির্বাচন রক্তপাত ছাড়া হয়নি। এটি বাঙালির লজ্জা।’ সুকান্ত বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে বাংলায় হিংসার সম্পর্ক জড়িয়ে রয়েছে। এটা বামফ্রন্টের সময় থেকে দেখে আসছি। স্বাধীনতার এত বছর পরেও এখনও এই ধরনের ঘটনা বাঙালির লজ্জা। এখনও রক্তপাত ছাড়া নির্বাচন করাতে পারিনি আমরা। বোমাবাজি গুলি চালানোর ঘটনা ঘটে থাকে। এবার এগুলি বদলানো উচিত।’
(Feed Source: hindustantimes.com)