‘গর্ভবতী মহিলাদের সুন্দরখণ্ড’ পাঠের পরামর্শ দিয়ে সৌন্দরাজন জানালেন কারণ

‘গর্ভবতী মহিলাদের সুন্দরখণ্ড’ পাঠের পরামর্শ দিয়ে সৌন্দরাজন জানালেন কারণ

রবিবার এক মন্তব্যের জেরে এবার খবরে তেলাঙ্গানার রাজ্য়পাল তথা পুজুচেরির লেফ্টন্যান্স গভর্নর তামিলিসাই সৌন্দরাজন। তিনি আরএসএস সম্পর্কিত এক সংগঠনের ‘গর্ভ সংস্কার’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তামিলিসাই সৌন্দরাজন। সেই অনুষ্ঠানে তিনি বলেন, গর্ভবতী মহিলাদের উচিত ‘রামায়ণ’ পাঠ করা। এছাড়াও ‘রামায়ণ’এর ‘সুন্দরকাণ্ড’ মন্ত্রোচ্চারণের করে পাঠ করা উচিত, বলে মন্তব্য করেন সৌন্দরাজন। তিনি বলেন, এটি গর্ভস্থসন্তানের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ভালো।

উল্লেখ্য, পেশায় একজন নারীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সৌন্দরাজন। তিনি ‘ফেটাল থেরাপিস্ট’ হিসাবে বেশ পরিচিত। পাশাপাশি তিনি বর্তমানে তেলাঙ্গানার রাজ্যপাল। সংবর্ধীনি ন্যাস নামের এক সংগঠনের তরফে এক উদ্যোগে গর্ভবতী মহিলাদের পাশে দাঁড়ানোর কথা বলা হচ্ছে। সংগঠন বলছে, তারা চিকিৎসকদের হাত ধরে বৈজ্ঞানিক ও ঐতিহ্যবাহী পন্থাকে অবলম্বন করে একটি গর্ভবতী মায়েদের জন্য কিছু প্রেসক্রিপশন তৈরি করবে। সংগঠন বলছে, গর্ভবতী মহিলা যাতে ‘সংস্কারি ও দেশভক্ত শিশু’কে জন্ম দিতে পারে, তার জন্যই এমন উদ্যোগ। যে প্রেসক্রিপশনের কথা বলা হয়েছে, তাতে রয়েছে , ধর্মীয় গ্রন্থপাঠ, যোগভ্যাস, সংস্কৃত মন্ত্রোচ্চারণ সমেত বিভিন্ন দিক। গর্ভধারণের আগের পরিস্থিতি থেকে শুরু করে, শিশুর জন্ম পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। যতক্ষণ না শিশু ২ বছর বয়স পর্যন্ত যাচ্ছে, ততক্ষণ এই প্রক্রিয়া চলবে।

এছাড়াও গর্ভবতী মহিলাদের এই উদ্যোগের মাধ্যমে একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় দিক দর্শন করানো হবে বলেও জানানো হয়েছে। একটি নির্দিষ্ট গাইডলাইনের মাধ্যমে এই গর্ভবতী মহিলারা এগোবেন, বলে জানিয়েছে সংগঠন। উল্লেখ্য, এই ‘সংবর্ধিনী ন্যাস’ আরএসএস-এর রাষ্ট্রীয় সেবিকা সংঘের অঙ্গ। এই অনুষ্ঠানে যোগ দিয়ে তামিলিসাই সৌন্দরাজন বলেন,’গ্রামে, আমরা গর্ভবতী মায়েদের রামায়ণ, মহাভারত এবং অন্যান্য মহাকাব্যের পাশাপাশি ভাল গল্প পড়তে দেখেছি। বিশেষ করে তামিলনাড়ুতে, একটি বিশ্বাস আছে যে গর্ভবতী মহিলাদের কাম্বা রামায়ণের সুন্দরকন্দম শিখতে হবে।’ এই বক্তব্যেই তিনি বলেন, ‘সুন্দরখণ্ড’ মন্ত্রোচ্চারণের মতো করে যদি গর্ভবতী মহিলারা পাঠ করেন, তাহলে তা গর্ভস্থ শিশুর পক্ষে উপকারি। উল্লেখ্য, ‘রামায়ণ’এর একটি অংশ হল ‘সুন্দরখণ্ড’।

(Feed Source: hindustantimes.com)