পাক্কা ১ মাসের বিশ্রাম, এবছর রোহিতরা কোন কোন টুর্নামেন্ট খেলবেন, দেখে নিন সূচি

পাক্কা ১ মাসের বিশ্রাম, এবছর রোহিতরা কোন কোন টুর্নামেন্ট খেলবেন, দেখে নিন সূচি

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পরে পাক্কা একমাসের বিশ্রাম পাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ১১ জুন শেষ হয়েছে ভারত-অস্ট্রেলিয়া ডব্লিউটিসি ফাইনাল। ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে মাঠে নামবে টিম ইন্ডিয়া।

আপাতত দেখে নেওয়া যাক বিশ্রাম কাটিয়ে ভারতীয় দল সারা বছরে কোথায় কোন কোন দলের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ ও বহুজাতিক টুর্নামেন্টে অংশ নেবে।

জুলাই-অগস্ট: ওয়েস্ট ইন্ডিজ সফরে ২টি টেস্ট, ৩টি ওয়ান ডে ও ৫টি টি-২০ ম্যাচ খেলবে ভারত।

টিম ইন্ডিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরের পূর্ণাঙ্গ সূচি:-
১২-১৬ জুলাই: প্রথম টেস্ট
২০-২৪ জুলাই: দ্বিতীয় টেস্ট
২৭ জুলাই: প্রথম ওয়ান ডে
২৯ জুলাই: দ্বিতীয় ওয়ান ডে
১ অগস্ট: তৃতীয় ওয়ান ডে
৪ অগস্ট: প্রথম টি-২০
৬ অগস্ট: দ্বিতীয় টি-২০
৮ অগস্ট: তৃতীয় টি-২০
১২ অগস্ট: চতুর্থ টি-২০
১৩ অগস্ট: পঞ্চম টি-২০

অগস্ট: ১৮ থেকে ২৩ অগস্টের মধ্যে আয়ারল্যান্ড সফরে ৩টি টি-২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।

সেপ্টেম্বর: দেশের বাইরে ওয়ান ডে ফর্ম্যাটের এশিয়া কাপে অংশ নেবে ভারতীয় দল।

সেপ্টেম্বর: বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত।

অক্টোবর: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পরেই ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্য়াচের ওয়ান ডে সিরিজ খেলার কথা ছিল ভারতের। তবে সেই সিরিজ স্থগিত হয়ে গিয়েছে। বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে পারে ভারত।

অক্টোবর-নভেম্বর: ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে মাঠে নামবে টিম ইন্ডিয়া।

নভেম্বর-ডিসেম্বর: বিশ্বকাপের পরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারতীয় দল।

ডিসেম্বর-জানুয়ারি: দক্ষিণ আফ্রিকা সফরে ২টি টেস্ট, ৩টি ওয়ান ডে ও ৩টি টি-২০ ম্যাচের সিরিজ দিয়ে বছর শেষ করবে ভারত।

উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারিতে ভারত ঘরের মাঠে শ্রীলঙ্কাকে টি-২০ ও ওয়ান ডে সিরিজে পরাজিত করে। পরে নিউজিল্যান্ডকে নিজেদের দেশে ওয়ান ডে ও টি-২০ সিরিজে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া। ফেব্রুয়ারি-মার্চে নিজেদের ডেরায় অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারালেও ওয়ান ডে সিরিজে অজিদের কাছে পরাজিত হয় ভারতীয় দল। ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ব্যবধান কাটিয়ে রোহিতরা ফিরে আসেন আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায়। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারত হার মানে অস্ট্রেলিয়ার কাছে।

(Feed Source: hindustantimes.com)