লন্ডন: বাংলায় বসে ভাবছেন যে আপনি গরমে জ্বলছেন! তাহলে জেনে নিন কলকাতাই নয় লন্ডনেও এখন ত্রাহি ত্রাহি গরম৷ আর এই গরমের চরম ফলের ভিডিও ভাইরাল৷ প্রিন্স উইলিয়ামের সামনে বার্ষিক ট্রুপিং দ্য কালার প্যারেডের চূড়ান্ত মহড়ার সময় শনিবার তিনজন সৈন্য অজ্ঞান হয়ে পড়ে।
ব্রিটিশ সেনারা ৩০ ডিগ্রি সেলসিয়াস লন্ডনের উত্তাপেও তাদের নির্ধারিত ইউনিফর্মে কুচকাওয়াজ করছিলেন৷ উলের ইউনিফর্ম এবং ভালুকের চামড়ার ক্যাপ পরেছিলেন৷ শনিবার লন্ডনের তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে ছিল৷
ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে কীভাবে একের পর সেনা মাথা ঘুরে পড়ে যাচ্ছেন৷ রইল সেই ভাইরাল ভিডিও৷
💂 At least three British royal guards collapsed during a parade rehearsal in London ahead of King Charles’ official birthday as temperatures exceeded 88 degrees Fahrenheit pic.twitter.com/V0fLjROoD5
— Reuters (@Reuters) June 10, 2023