Massive Mountains: এভারেস্ট কি আর সর্বোচ্চ শৃঙ্গ নয়? খোঁজ মিলল এর চেয়েও উঁচু পর্বতের…

Massive Mountains: এভারেস্ট কি আর সর্বোচ্চ শৃঙ্গ নয়? খোঁজ মিলল এর চেয়েও উঁচু পর্বতের…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গের মুকুটের পালক কি এবার খসে পড়ল? এভারেস্টের চেয়ে চার-পাঁচ গুণ উঁচু! এক সুবিশাল পর্বতমালা! না, মাটির উপে নয়। পৃথিবীর গভীরে এমনই এক পর্বতের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। ফলে, মাটির উপরের উচ্চশৃঙ্গ পর্বতের নিরিখে এখনও মাউন্ট এভারেস্টই সর্বোচ্চ শৃঙ্গের মুকুট পরে দাঁড়িয়ে আছে। তবে সার্বিক ভাবে ধরলে,  মাউন্ট এভারেস্ট কিন্তু আর সর্বোচ্চ শৃঙ্গ নয়। কেননা, ভূগর্ভের কোর (Earth’s core-mantle) ও ম্যান্টলের (Earth’s mantle) মাঝে এমন এক পর্বতের অবস্থানের সন্ধান মিলেছে!

ভূগর্ভস্থ এই মহাপর্বতের গবেষণার সঙ্গে যুক্ত অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এবং অ্যান্টার্কটিকার সিসমোলজি সেন্টার। তাঁরা জানাচ্ছেন, ভূমিকম্প ও পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক বিস্ফোরণে ভূত্বকে তরঙ্গ তৈরি হয়। সেই তরঙ্গের সিসমিক ডেটা বিশ্লেষণ করে এই পর্বতটির অস্তিত্ব জানা গিয়েছে।

বিজ্ঞানীরা বিষয়টি ব্যাখ্যা করছেন– ভূপৃষ্ঠ থেকে ৫,৫ মাইল বা ৮.৮ কিলোমিটার উচ্চতায় এভারেস্ট পর্বতশৃঙ্গ। আর ভূগর্ভের মধ্যে থাকা যে পর্বতশৃঙ্গটির সন্ধান পাওয়া গিয়েছে তার উচ্চতা এর প্রায় ৪ গুণ! ২৪ মাইল বা ৩৮ কিলোমিটার।

বিজ্ঞানীরা আরও জানাচ্ছেন, বহু বহু যুগ আগে কোনও ভাবে টেকটনিক প্লেট সম্ভবত গুরুমণ্ডলের ভিতরে ঢুকে পড়েছিল। পরে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে বিস্তৃত হয়ে এই পর্বতমালা তৈরি হয়েছে। এতে রয়েছে ব্যাসল্ট পাথর, রয়েছে প্রস্তরীভূত শিলা।

অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির জিওফিজিসিস্ট বা ভূপদার্থবিদ এডওয়ার্ড গারনেরো বলেছেন, অ্যান্টার্কটিকা থেকে পাওয়া হাজার হাজার সিসমিক রেকর্ড বিশ্লেষণ করে হাই-ডেফিনিশন ইমেজিং পদ্ধতির মাধ্যমে এই কোর ও কোর ম্যান্টলের সীমান্তে কিছু ব্যতিক্রমী উপাদানের খোঁজ মিলেছিল। এর থেকেই তাঁরা বুঝতে পারেন, এটি পৃথিবীর গর্ভে থাকা এক মহাপর্বত!

(Feed Source: zeenews.com)