ইস্টবেঙ্গলে স্পেনের দুর্ধর্ষ মিডফিল্ডার! ডার্বির চ্যালেঞ্জ নিতে তৈরি এখন থেকেই

ইস্টবেঙ্গলে স্পেনের দুর্ধর্ষ মিডফিল্ডার! ডার্বির চ্যালেঞ্জ নিতে তৈরি এখন থেকেই

কলকাতা: একদিন আগেই ভারতীয় ফুটবলের উঠতি তারকা নন্দকুমারকে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। নন্দ দলে আসার একদিন পরেই আবার একটা বড় ঘোষণা করল লাল হলুদ। এবার ইস্টবেঙ্গলের জালে স্প্যানিশ ফুটবলার বোরহা হেরেরা। আগে থেকেই আন্দাজ পাওয়া গিয়েছিল হায়দারাবাদ এফসির এই ফুটবলার আসতে পারেন কলকাতায়। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং ইনভেস্টার ভেতর ভেতর অনেক দিন ধরেই কথা চালাচ্ছিল।

অবশেষে সোমবার সরকারিভাবে ইস্টবেঙ্গল জানিয়ে দিল বোরহা হেরেরাকে দলে নেওয়ার কথা। স্প্যানিশ ফুটবলারটি গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২২ টি ম্যাচ খেলেছেন। চারটি গোল, পাঁচটি আসিস্ট এবং প্রচুর পরিশ্রম করেছেন মাঠের মাঝখানে। একটু বাঁদিক থেকে খেলতে ভালোবাসেন। প্রয়োজনে ডিফেন্স করতেও পারেন।বোরহা দলে যোগ দেওয়ার ফলে ইস্টবেঙ্গলের গভীরতা বাড়বে মনে করেন স্প্যানিশ কোচ কার্লস কুয়াড্রত।

স্পেনের এই ফুটবলার যেমন বল কন্ট্রোল করতে পারেন, তেমন খেলার গতি নিয়ন্ত্রণ করতে পারেন দীর্ঘক্ষণ বল ধরে রেখে। স্পেনের লা পালমাস ক্লাবে বড় হয়ে উঠেছেন হেরেরা। কয়েকটি স্প্যানিশ ক্লাবে খেলা ছাড়াও ইসরাইলের লিগে খেলার অভিজ্ঞতা আছে। তবে গতবার ভারতীয় ফুটবলে তিনি যেভাবে মানিয়ে নিয়েছিলেন তাতে ইস্টবেঙ্গলের সুবিধা হবে।

(Feed Source: news18.com