প্রদোষ রঞ্জন পালের দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের উপর সওয়ার হয়ে, বাবা অপরাজিতদের একটি সুশৃঙ্খল বোলিং পারফরম্যান্সের হাত ধরে চিপক সুপার গিলিস ৫২ রানে হারাল সালেম স্পার্টানসকে। ১৩ জুন, মঙ্গলবার, তামিলনাড়ু প্রিমিয়ার লিগের সপ্তম সংস্করণে সালেম স্পার্টানস এবং চার বারের চ্যাম্পিয়ন চিপক সুপার গিলিসের মধ্যে উত্তেজনার ম্যাচ হবে বলে মনে করা হয়েছিল। কিন্তু চিপক ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করে জয় ছিনিয়ে নেয়।
মঙ্গলবার টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল গিলিস। শুরু থেকেই তারা আক্রমণাত্মক মেজাজে ছিল। প্রথম উইকেটেই ৯.১ ওভারে ৯১ রান করে ফেলে চিপক সুপার গিলিস। এর পর তারা দু’শো রানের গণ্ডিও টপকে যায়। চিপককে ২০০-র গণ্ডি টপকাতে সাহায্য করেছেন প্রদোষ রঞ্জন পাল। তামিলনাড়ুর জার্সিতে ঘরোয়া ক্রিকেট খেলা প্রদোষ ওপেন করতে নেমে ৫৫ বলে ৮৮ রানের ঝোড়ে একটি ইনিংস খেলেন। মূলত তাঁর ইনিংসে ভর করেই দু’শো রানে পৌঁছানোর ভিত নির্মাণ করে চিপক সুপার গিলিস।
গিলিসের আর এক ওপেনার নারায়ণ জগদীশান ২৭ বলে ৩৫ রান করেছেন। এ ছাড়া বাবা অপরাজিত ১৯ বলে ২৯ করেছেন। তবে শেষ পাতে সঞ্জয় যাদব ১২ বলে অপরাজিত ৩১ রান করে ৫ উইকেটের বিনিময়ে ২১৭ রানে পৌঁছে দেন গিলিসকে। নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেটে বিশাল স্কোর করে সালেমকে চাপে ফেলে দেয় গিলিস। সালেমের হয়ে ২ উইকেট নিয়েছেন সানি সান্ধু।
জবাবে রান তাড়া করতে নেমে নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান করে সালেম। নয়ে ব্যাট করতে নেমে মহম্মদ আদনান খান ১৫ বলে ঝোড়ো ৪৭ রান করে অপরাজিত থাকেন। কিন্তু দলকে জেতাতে পারেননি তিনি। সালেমের হয়ে সে ভাবে হাল আর কেউ ধরতে পারেননি। ওপেন করতে নেমে আকাশ সুমরা ২৭ বলে ২৪ রান করেছিলেন। এটি দ্বিতীয় সর্বোচ্চ। এ ছাড়া ২০ বলে ২৩ করেন কৌশিক গান্ধী। ১৪ বলে ১৯ করেন সানি সান্ধু, ১৪ বলে ১৭ করেছেন এস অরবিন্দ, মোকিত হরিহরণ ১২ বলে ১৪ করেন। গিলিসের বোলাররা দুরন্ত পারফরম্যান্স করেন। বাবা অপরাজিত, রকি ভাস্কর, এম ভিজু আরুল নিয়েছেন ২টি করে উইকেট। শেষ পর্যন্ত গিলিসকে ৫২ রানে হারিয়ে দেয় সালেম।
(Feed Source: hindustantimes.com)