সম্প্রতি প্রকাশ হয়েছে নিট পরীক্ষার ফলাফল। সামনে এসেছে বহু পড়ুয়ার কঠোর পরিশ্রম ও একাগ্রতার কাহিনী। তাঁদেরই একজন হলেন বিভু উপাধ্যায়। উত্তরপ্রদেশের বদৌন জেলার বাসিন্দা ৭২০-র মধ্যে ৬২২ মার্কস পেয়ে নিট পাশ করেছেন। এই বিভু ২০১৯ সাল থেকে নিয়মিত গঙ্গা আরতি করে এসেছেন। এই আবহে এই নিট পরীক্ষার্থীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। জানা গিয়েছে, নিয়মিত কাছলা ঘাটে গঙ্গা আরতি করতেন বিভু। পরীক্ষায় পাশ করার পর তাই তিনি বলছেন, ‘মা গঙ্গার আশীর্বাদেই নিট পরীক্ষা পাশ করেছি’। এদিকে বিভু জানান ভবিষ্যতেও যখনই সুযোগ পাবেন তিনি গঙ্গা আরতি করতে থাকবেন।
প্রসঙ্গত, মেডিক্যালে ভরতি হওয়ার যোগ্যতা অর্জনের পরীক্ষায় বিভুর ব়্যাঙ্ক হয়েছে ৬২২। নিট পাশ করার পর সংবাদসংস্থা এএনআই-কে এক সাক্ষাৎকারে বিভু বলেন, ‘আমি সবসময়ই ডাক্তার হতে চেয়েছিলাম। আমি যখন নবম শ্রেণিতে, তখন থেকেই নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করি। তাই এই পরীক্ষায় পাশ করে মেডিক্যালে যোগ্যতা অর্জন করা আমার জন্য সহজই ছিল। আমি ২০১৯ সাল থেকে গঙ্গা আরতি করছি। আমি যখনই সময় পাই, তখনই আরতি করতে যাই। ভবিষ্যতেও সুযোগ পেলেই গঙ্গা আরতি করতে থাকব।’ এদিকে বিভুকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
উল্লেখ্য, গত ১৩ জুন ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি পরীক্ষার ফল প্রকাশ করে। শুধু বিভুই নয়, দেখা গিয়েছে এবছরের নিট পরীক্ষায় উত্তরপ্রদেশের পড়ুয়ারা বেশ ভালো ফল করেছেন। দেশের সব রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশ থেকেই সবথেকে বেশি সংখ্যক পরীক্ষার্থী এবার নিট উত্তীর্ণ হয়েছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র এবং তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান। এদিকে, প্রথম ৫০ জনের তালিকায় দিল্লির ৮ জন পরীক্ষার্থী রয়েছেন বলে জানা হিয়েছে। এদিকে রাজস্থানের ৭ জন পড়ুয়া প্রথম ৫০ জনের মধ্যে স্থান করে নিয়েছে। এই তালিকায় এরপরেই আছে তামিলনাড়ু। সেই রাজ্যের ৬ জন পড়ুয়া প্রথম ৫০-এ স্থান পেয়েছেন। এরপর অন্ধ্রপ্রদেশের ৫ জন এবং উত্তরপ্রদেশের ৪ জন প্রথম ৫০-এ স্থান পেয়েছে। এদিকে গুজরাটের ৩ জনও প্রথম ৫০ জনের মধ্যে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন। এছাড়া পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র থেকেও ৩ জন করে পরীক্ষার্থী প্রথম ৫০-এ জায়গা পেয়েছেন। এদিকে পঞ্জাব থেকে ২ জন পড়ুয়াও রয়েছেন এই তালিকায়। এছাড়া কর্ণাটক, বিহার, ওড়িশা এবং কেরল থেকে ১ জন করে পরীক্ষার্থী প্রথম ৫০ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন।