Uttarpradesh Incident: নাকে বালি ভরে আঠা দেওয়া! গলার অবস্থা বীভৎস, ভাঙা হাত-পা, উত্তরপ্রদেশে বাড়ির পাশেই উদ্ধার কিশোরীর দেহ
ধর্ষণের কোনও প্রমাণ এখনও পাওয়ার না গেলেও কিশোরীর পরিবারের দাবি, তার উপরে যৌন নির্যাতন করা হয়েছে৷ কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ লখনউ: ১৫ বছরের কিশোরী৷ গত ২ দিন ধরে তার খোঁজ পাচ্ছিল পরিবার৷ সোমবার বীভৎস অবস্থায় বাড়ির পাশেই একটি বাগান থেকে উদ্ধার হল তার নিথর দেহ৷ গলা ফালা করে কাটা, হাত-পা ভাঙা, নাকের ভিতরে ঠুসে দেওয়া বালি আর আঠা৷ কিশোরীর পরিবারের অভিযোগ, খুন করার আগে ধর্ষণ করা হয়েছে ওই কিশোরীকে৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাহারাইচে৷ সংবাদসংস্থা এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী,…









