সকাল-সকাল পুলিশের ইউনিফর্ম পরে বেরতেন, সারাদিন চলত তোলা আদায়, মাসে ‘রোজগার’ শুনলে মাথা ঘুরে যাবে!
কেউ ট্র্যাফিক আইন ভাঙলেই ধরতেন। আদায় করতেন মোটা টাকা জরিমানা। এভাবেই চলে একমাস। লক্ষাধিক টাকা রোজগারও হয় ওই ব্যক্তির। অবশেষে ধরা পড়লেন পুলিশের জালে। উন্নাও, উত্তর প্রদেশ: প্রতিদিন সকালে স্নান করে, খেয়েদেয়ে পুলিশের ইউনিফর্ম পরে বেরতেন। তারপর ঘুরতেন রাস্তার মোড়ে মোড়ে। কেউ ট্র্যাফিক আইন ভাঙলেই ধরতেন। আদায় করতেন মোটা টাকা জরিমানা। এভাবেই চলে একমাস। লক্ষাধিক টাকা রোজগারও হয় ওই ব্যক্তির। অবশেষে ধরা পড়লেন পুলিশের জালে। পুলিশের উর্দির অনেক ক্ষমতা। লোকে সম্ভ্রমের চোখে দেখে। ভয়-ভক্তি করে। এটাকেই কাজে লাগায় জালিয়াতরা।…