Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
সকাল-সকাল পুলিশের ইউনিফর্ম পরে বেরতেন, সারাদিন চলত তোলা আদায়, মাসে ‘রোজগার’ শুনলে মাথা ঘুরে যাবে!
সকাল-সকাল পুলিশের ইউনিফর্ম পরে বেরতেন, সারাদিন চলত তোলা আদায়, মাসে ‘রোজগার’ শুনলে মাথা ঘুরে যাবে!

কেউ ট্র্যাফিক আইন ভাঙলেই ধরতেন। আদায় করতেন মোটা টাকা জরিমানা। এভাবেই চলে একমাস। লক্ষাধিক টাকা রোজগারও হয় ওই ব্যক্তির। অবশেষে ধরা পড়লেন পুলিশের জালে। উন্নাও, উত্তর প্রদেশ: প্রতিদিন সকালে স্নান করে, খেয়েদেয়ে পুলিশের ইউনিফর্ম পরে বেরতেন। তারপর ঘুরতেন রাস্তার মোড়ে মোড়ে। কেউ ট্র্যাফিক আইন ভাঙলেই ধরতেন। আদায় করতেন মোটা টাকা জরিমানা। এভাবেই চলে একমাস। লক্ষাধিক টাকা রোজগারও হয় ওই ব্যক্তির। অবশেষে ধরা পড়লেন পুলিশের জালে। পুলিশের উর্দির অনেক ক্ষমতা। লোকে সম্ভ্রমের চোখে দেখে। ভয়-ভক্তি করে। এটাকেই কাজে লাগায় জালিয়াতরা।…

Read More

ভাঙড়ে পুলিশের উর্দি গায়ে সিভিক, প্রশ্নের উত্তরে বললেন, ‘এমনি পরেছি’
ভাঙড়ে পুলিশের উর্দি গায়ে সিভিক, প্রশ্নের উত্তরে বললেন, ‘এমনি পরেছি’

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: গাইডলাইনের বাইরে গিয়ে সিভিক ভলান্টিয়ারদের দিয়ে ভোট সংক্রান্ত কাজ করানো যাবে না (Civic Volunteers)। একথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। অথচ মনোনয়ন ঘিরে অশান্তির মধ্যে, বুধবার ভাঙড়ে পুলিশের খাকি উর্দি (Police Uniform) গায়ে চড়িয়ে দেখা গেল সিভিক ভলান্টিয়ারদের (Bhangar News)। এবিপি আনন্দের প্রশ্নের মুখে পড়তেই কেউ দৌড়ে পালালেন। কেউ আবার ঢুকে পড়লেন দোকানে। কিন্তু এই খাকি উর্দি তাঁরা কোথা থেকে পেলেন, তা নিয়ে কারও কাছে সদুত্তর নেই (Panchayat Elections 2023)। চলতি বছরের মার্চ…

Read More