পুরসভায় চাকরির নথিতে কোন কাউন্সিলরের সই? বিরাট তথ্য হাতে পেল সিবিআই

পুরসভায় চাকরির নথিতে কোন কাউন্সিলরের সই? বিরাট তথ্য হাতে পেল সিবিআই

উত্তর ২৪ পরগনা: পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় একযোগে একাধিক জায়গায় তল্লাশি চালালো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বুধবার বেলা বাড়তেই তৎপর সিবিআই। রাজ্যের একাধিক জায়গায় একযোগে তল্লাশিতে নামল এই তদন্তকারী সংস্থা। কলকাতা থেকে জেলা, পুর ও নগরোয়ন্নয় দফতরের পাশাপাশি রাজ্যের একাধিক পুরসভায় তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা।

দক্ষিণ দমদম, নিউ ব্যারাকপুর, দমদম, পানিহাটি, কামারহাটি, বরানগর, টিটাগর, হালিশহর, পুরসভা সহ বাদুড়িয়া, টাকি পুরসভায়ও হানা দেয় সিবিআই। সিবিআই সূত্রে খবর, মূলত পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে নথি উদ্ধারের কারণেই এই পুরসভাগুলিতে তল্লাশি অভিযান চালানো হয়।

এদিন সিবিআই দফতর থেকে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সিবিআই অফিসারের বেশ কয়েকটি দলে ভাগ হয়ে নথি সংগ্রহে নামে। মনে করা হচ্ছে অয়ন শীলের অফিস থেকে পাওয়া নথির ভিত্তিতেই এই তৎপরতা সিবিআই-এর। পুরসভাগুলির নথিপত্র দেখার পাশাপাশি পৌর কর্মী ও আধিকারিকদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। ২০১৪ সালের পর থেকে রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগে দুর্নীতি নিয়ে অভিযোগ ওঠে। ড্রাইভার, পুরকর্মীদের সব পদেই প্রায় নিয়োগে দুর্নীতি হয়েছে বলে দাবি করা হয়।

যদিও জানা যায়, নিয়ম অনুযায়ী প্রত্যেক পুরসভায় নিয়োগের ক্ষেত্রে বোর্ড অব কাউন্সিলরদের মিটিংয়ে সেই প্রস্তাব পাশ করা হয়। সেই নথিগুলিতে কোন কোন কাউন্সিলরদের সই রয়েছে, সেই তথ্যও সংগ্রহ করে সিবিআই। সল্টলেকের পুর ও  নগর উন্নয়ন দফতরও বাদ পড়েনি সিবিআই আধিকারিকদের তল্লাশির তালিকা থেকে। কতক্ষণ ধরে এই তল্লাশি ও অভিযান চলে এখন সেটাই দেখার।

(Feed Source: news18.com)