Crime News: চেনা লোকের কী কাণ্ড, একা বৃদ্ধকে গলায় ছুরি ঠেকিয়ে যা যা হল

Crime News: চেনা লোকের কী কাণ্ড, একা বৃদ্ধকে গলায় ছুরি ঠেকিয়ে যা যা হল

সোনারপুর: বাড়িতে একাকী বৄদ্ধের গলার ছুরি ঠেকিয়ে তার হাত ও মুখ বেঁধে ডাকাতির ঘটনা ঘটল নরেন্দ্রপুর থানা এলাকার মিশনপল্লীতে ৷ বাড়ির গাড়ি চালকের পরিকল্পনাতেই ডাকাতির এই ছক বলে জানা গিয়েছে ৷ ঘটনায় গাড়িরচালক সহ গ্রেফতার মোট দুই ৷ বৄদ্ধের উপস্থিত বুদ্ধির জেরে ঘটনার পরেই স্থানীয় বাসিন্দাদের হাতে ধৃত এক ডাকাত ৷ বাকিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷

সোনারপুরের মিশনপল্লীর বাসিন্দা বৄন্দাবন সিংহ রায় (৬৭) ৷ দিল্লিতে একটি বেসরকারী সংস্থায় কর্মরত ছিলেন ৷ বাড়িতে তিনি ছাড়াও থাকেন তার স্ত্রী ও পুত্র ৷ ছেলে সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক ৷

এক আত্মীয়ের বিয়ে উপলক্ষ্যে তাঁর স্ত্রী ও ছেলে বর্ধমানে গিয়েছিলেন ৷ বাড়ি ফাঁকাই ছিল ৷ বাড়ির মেন গেটও খোলা ছিল ৷ নরেন্দ্রপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে দুষ্কৃতীরা পায়ে হেঁটে আসে যাতে কারোর কোনও সন্দেহ না হয় ৷

বৄন্দাবনবাবু জানান তিনি দুপুরে স্নান সেরে পুজো করছিলেন তারপর পুজো সেরে যখন খেতে যাওয়ার তোড়জোড় করছিলেন সেইসময় আচমকা দুজন এসে তার গলায় চাকু ধরে ৷ তাদের মুখ ঢাকা ছিল বলে জানা গিয়েছে ৷ বৃদ্ধের হাত ও মুখ বেঁধে পুরো ঘর তছনছ করে৷ প্রায় ৩ লক্ষ টাকার মত নগদ, একশো গ্রাম সোনার গয়না নিয়ে চম্পট দেয় তাঁরা ৷ প্রায় ঘণ্টা দুয়েক ধরে চলে এই অপারেশন ৷ দুষ্কৃতীরা পালিয়ে যেতেই কোনওরকমে মুখের কাপড় খুলে চিৎকার শুরু করেন বৃদ্ধ ৷ তাই শুনে এগিয়ে আসেন প্রতিবেশীরা ৷ তাঁরাই তাঁকে উদ্ধার করেন ৷

তারপর বৃদ্ধের কথা শুনে দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু করে এলাকার কিছু যুবক ৷ যেহেতু তারা পায়ে হেঁটে এসেছিল একজনকে ধরে ফেলে ৷ তার নাম নাজমুল হোসেন শেখ ৷ তার বাড়ি ক্যানিং এলাকায় বলে জানা গিয়েছে ৷ তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে কিছু সোনার গয়না ৷ এছাড়া গ্রেফতার করা হয়েছে বাড়ির গাড়ি চালককেও ৷ ধৄত দুজনকেই বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে ৷

(Feed Source: news18.com)