‘আপনাদের জন্য রাজ্য সরকারের ভাবমূর্তি খারাপ হচ্ছে’, CESC কর্তৃপক্ষকে ভর্ৎসনা অরূপ বিশ্বাসের

‘আপনাদের জন্য রাজ্য সরকারের ভাবমূর্তি খারাপ হচ্ছে’, CESC কর্তৃপক্ষকে ভর্ৎসনা অরূপ বিশ্বাসের

কলকাতা: গরম বাড়তেই বিদ্যুৎ (Electric) বিভ্রাটে নাজেহাল হতে হয়েছে সাধারণ মানুষকে। শহর থেকে জেলা সিইএসসি (CESC) থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, লোডশেডিং (Loadshedding) নিয়ে জেরবার হতে হয়েছে রাজ্যবাসীকে। এবার এই প্রেক্ষাপটে সিইএসসি কর্তৃপক্ষকে ভর্ৎসনা অরূপ বিশ্বাসের।

সিইএসসি এলাকায় লোডশেডিং-ভোগান্তির জন্য তীব্র ভর্ৎসনা করলেন বিদ্যুৎমন্ত্রী। তিনি বলেন,  ‘আপনাদের জন্য রাজ্য সরকারের ভাবমূর্তি খারাপ হচ্ছে। এরপর আর কোনও অভিযোগ যেন আমার বা আমার দফতরের কাছে না আসে। যুদ্ধকালীন তৎপরতায় সমস্যার সমাধান করুন, প্রয়োজনে টেকনিক্যাল টিম বাড়ান’। এদিন সিইএসসি কর্তৃপক্ষকে ভর্ৎসনা করে মন্তব্য বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের।

যখন তীব্রতাপে পুড়ছে বাংলা, সেই সময় কাটা ঘায়ে নুনের ছিটের মতো, শুরু হয়েছে লোডশেডিং-এর যন্ত্রণা। জায়গায় জায়গায় বিক্ষোভও দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু কেন বার বার ঘটছে এমন ঘটনা? কী করছে সিইএসসি বা WBSEDCL? প্রশ্ন ছিল সাধারণ মানুষের।

কিন্তু এর আগেএই ঘটনার জন্য সাধারণ মানুষের ঘাড়েই দোষ চাপিয়েছেন বিদ্যুৎমন্ত্রী। গরমের মধ্যে লোডশেডিং নিয়ে সাধারণ মানুষের সচেতনতাকেই দায়ী করলেন বিদ্যুৎমন্ত্রী। তাঁর অভিযোগ, লোড না বাড়িয়ে এসি, ফ্রিজ চালানোর জন্যই খারাপ হচ্ছে ট্রান্সফর্মার, এমনটাই বলেছিলেন তিনি। কোথাও বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত কোনও সমস্যা হলে, তা জানানোর জন্য ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু করেছিল WBSEDCL। যদিও বিদ্যুৎমন্ত্রীর এহেন মন্তব্য নিয়ে জলঘোলাও হয়েছিল।

এর আগেও CESC-র আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন অরূপ বিশ্বাস। CESC-কে বিদ্যুৎমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, পর্যাপ্ত ট্রান্সফর্মারের ব্যবস্থা করতে হবে। উচ্চ ক্ষমতাসম্পন্ন ডি জি সেটের ব্যবস্থা রাখতে হবে। সর্বত্র সর্বক্ষণ বিদ্যুৎ কর্মীদের প্রস্তুত রাখতে হবে।

(Feed Source: abplive.com)