নিয়োগে দুর্নীতি মাদ্রাসাতেও, খোঁজ মিলল ৫৪৭টি ভুয়ো নিয়োগপত্রের

নিয়োগে দুর্নীতি মাদ্রাসাতেও, খোঁজ মিলল ৫৪৭টি ভুয়ো নিয়োগপত্রের

SSC-র পর এবার রাজ্যে নিয়োগ দুর্নীতি ধরা পড়ল মাদ্রাসার নিয়োগেও। অভিযোগ মাদ্রাসায় প্রায় ৫৫০ জনের নিয়োগ হয়েছে ভুয়ো নথির ভিত্তিতে। ইডি – সিবিআই নয়, এই তথ্য উঠে এসেছে মাদ্রাসা শিক্ষা দফতরের অন্তর্তদন্তে।

রাজ্যে মাদ্রাসাগুলিতে অন্তত ৫৪৭ জনকে অবৈধ নিয়োগপত্র দেওয়া হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন দফতরের ডিরেক্টর আবিদ হুসেন। তিনি জানিয়েছেন, এই নিয়োগপত্রগুলির ভিত্তিতে এখনো কারও নিয়োগ হয়নি। তা হয়ে গেলে রাজ্য সরকারকে প্রায় ৪০০ কোটি টাকা ক্ষতির মুখে পড়তে হত। সঙ্গে তিনি জানিয়েছেন, তদন্ত শেষ হলে আরও কিছু অবৈধ নিয়োগপত্র প্রকাশ্যে আসতে পারে।

মাদ্রাসায় নিযুক্ত প্রায় ৯০০ জন শিক্ষক ও শিক্ষাকর্মী জানিয়েছিলেন, কয়েক বছর চাকরি করার পরও তাঁরা বেতন পাচ্ছেন না। সেই নিয়োগপত্রগুলি খতিয়ে দেখে এখনো পর্যন্ত ৫৪৭ জনের অবৈধ নিয়োগপত্র সনাক্ত করেছে মাদ্রাসা শিক্ষা দফতর। পুরনো তারিখ দেখিয়ে এদের নিয়োগপত্র দেওয়া হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। এই দুর্নীতিতে মাদ্রাসা শিক্ষা দফতরের একাধিক কর্তা যুক্ত থাকতে পারেন বলে মনে করছেন তাঁরা। আর এই গোটা ঘটনার তদন্ত হয়েছে সুপ্রিম কোর্ট গঠিত কমিটির নজরদারিতে। তদন্ত করেছে মাদ্রাসা শিক্ষা দফতরই।

(Feed Source: hindustantimes.com)