ফাইনালে দুরন্ত কণিকা-শ্রেয়াঙ্কা, বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা

ফাইনালে দুরন্ত কণিকা-শ্রেয়াঙ্কা, বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা

মং কক:  অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের পর ভারতের জুনিয়র মহিলা দলের সাফল্যের মুকুটে ফের এক নতুন পালক। এবার ভারতীয় এ দল মহিলাদের ইমার্জিং কাপে (Women’s ACC Emerging Cup) চ্যাম্পিয়ন হল। ফাইনালে বাংলাদেশকে ৩১ রানে হারিয়ে দিল ভারত (Ind vs Ban)।

ফাইনাল জয়ের দুই তারকা কণিকা আহুজা ও শ্রেয়াঙ্কা পাটিল। দুজনের দাপটের সামনে দাঁড়াতেই পারলেন না বাংলাদেশের ক্রিকেটারেরা।

ফাইনালে বাংলাদেশ এ দলের বিরুদ্ধে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় এ দলের অধিনায়ক শ্বেতা শেরাওয়াত। সতর্কভাবে শুরু করে ভারত। ইনিংস ওপেন করতে নেমে অধিনায়ক শ্বেতা ২০ বলে ১৩ রান করেন। দুটি বাউন্ডারি মারেন তিনি। অপর ওপেনার ইউ ছেত্রী ২০ বলে ২২ রান করেন। ২টি চার ও একটি ছক্কা মারেন তিনি। শ্বেতা ফেরার পর তিন নম্বরে ব্য়াট করতে নামেন দীনেশ বৃন্দা। ২৯ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ৫টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মারেন।

তবে ইনিংসের মাঝপথে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। রান পাননি গোঙ্গাদি তৃষা (৪), সৌম্যা তিওয়ারি (৩), শ্রেয়াঙ্কা পাটিল (০) ও কাশভি গৌতম (২)। তবে ভারতীয় ইনিংসকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন কণিকা আহুজা। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ২৩ বলে ৩০ রান করে অপরাজিত ছিলেন তিনি। ৪টি বাউন্ডারি মারেন কণিকা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১২৭/৭ রান তোলে ভারত। বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আখতার ও সুলতানা খাতুন ২টি করে উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে মাত্র ৯৬ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। তিনজন ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছন। ব্যাটে রান না পেলেও বল হাতে জ্বলে ওঠেন শ্রেয়াঙ্কা। অফস্পিনার ৪ ওভারে ১৩ রান দিয়ে ৪ উইকেট পান। রান করার পাশাপাশি ২৩ রানে ২টি উইকেটও তোলেন কণিকা। তিনিই ম্যাচের সেরা হয়েছেন। ৩১ রানে ম্যাচ জেতে ভারত।

(Feed Source: abplive.com)