২৬/১১ জঙ্গি হামলার মাথাকে ফের বাঁচাল চিন! পাল্টা ধুয়ে দিল ভারত

২৬/১১ জঙ্গি হামলার মাথাকে ফের বাঁচাল চিন! পাল্টা ধুয়ে দিল ভারত

দিল্লি: ২৬ নভেম্বর থেকে শুরু করে ২৯ নভেম্বর পর্যন্ত পাক মদতপুষ্ট ১০ লস্কর জঙ্গি মুম্বইয়ের বিভিন্ন জায়গায় হামলা চালায়। এর মধ্যে ছিল হোটেল, ক্যাফে ও রেলওয়ে স্টেশন। এই জঙ্গি হামলার প্রাণ হারান প্রায় ১৭০ জন। তিনদিন ধরে চলা এই হামলায় ছ’জন মার্কিনিরও মৃত্যু হয়েছিল। ২৬/১১-র মুম্বই হামলার মাস্টার মাইন্ড সাজিদ মিরকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণায় বাধা দিল চিন।

সাজিদের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে একযোগে প্রস্তাব এনেছিল ভারত ও আমেরিকা। ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসবাদীদের তালিকায় নাম রয়েছে সাজিদ মিরের। ২০০৮-র মুম্বই হামলার সময় পাকিস্তানে বসেই জঙ্গিদের একাধিক নির্দেশ দিয়েছিল সে। কোন পথে মুম্বই শহরের কোথায় কোথায় হামলা চালাতে হবে, সেই পরিকল্পনার নেপথ্যে সাজিদ মিরের হাত ছিল বলে দাবি গোয়েন্দাদের।

(Feed Source: news18.com)