কমলালেবু নয় পুষ্টিগুণে সমৃদ্ধ মালটালেবু চাষ করে লাখপতি হওয়ার স্বপ্ন দেখছেন

কমলালেবু নয় পুষ্টিগুণে সমৃদ্ধ মালটালেবু চাষ করে লাখপতি হওয়ার স্বপ্ন দেখছেন

উত্তর দিনাজপুর: কমলা লেবু কিংবা জাম্বুর নয় পুষ্টি গুণে সমৃদ্ধ মালটা চাষ করেই লক্ষ লক্ষ টাকা উপার্জন । চাষাবাদ ছেড়ে পাঁচ বছর ধরে বাগিচা ফসল মালটা চাষ করে চলছেন উত্তর দিনাজপুর জেলার গোয়ালগাও এর চাষী ফটিক দেবশর্মা। ইউটিউবে মালটা চাষের পদ্ধতি দেখে নিজের দুই বিঘা জমিতে ২০০ টিরও বেশি মাল্টার গাছ লাগিয়েছিলেন ফটিক দেবশর্মা। ২০১৯ সালে লাগানো সেই মালটার গাছে ২০২৩ এ ৪ গুন ফল পেয়েছেন ফটিক বাবু। এই মালটা বিক্রি করেই এখন লক্ষ লক্ষ টাকা উপার্জনের স্বপ্ন দেখছেন ফটিক বাবু।

ফটিক দেবশর্মা বলেন, কৃষিকাজে খরচ বেশি ও পরিশ্রম ও অনেক বেশি। তাই কৃষিকাজ ছেড়ে২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ৫০০ টি মাল্টার গাছ লাগান তিনি। বারী-১ জাতের এই মাল্টার চারা তিনি এক নার্সারি থেকে কিনে আনেন । এই মালটা চাষের একদিনের একটি প্রশিক্ষণ ও তিনি নিয়েছিলেন এক নার্সারির মালিকের কাছ থেকে। তারপরনিয়মিত পরিচর্যায় গাছগুলো আজ চার গুণ বেড়ে উঠেছে। গাছে গাছে মাল্টা ধরেছে।

ফটিক বাবু আরওবলেন, ‘শ্রম ও বিশ্বাস এ দুটো মিলিয়েই সাফল্য এসেছে। এ বছর দুই হাজার কেজি মাল্টা উৎপাদন হবে বলে আশা করছি। এ হিসেবে মাল্টা বিক্রি থেকে কমপক্ষে ১ লাখ টাকা আয় হবে। ফটিক বাবু জানান এই মালটা চাষে তার প্রথম অবস্থায় খরচ পড়েছিল ৩০ থেকে ৪০ হাজার টাকার মত।

তবে এখন সেগুলো বিক্রি করলে তিনি লাখের উপর রোজগার করবেন বলে আশা করছেন। ফটিক বাবু জানান তার এই মালটা কাছে ২০০ টি গাছে কুড়ি কুইন্টালের মতো মালটা ফল হয়েছে। বাজারে যার দাম ৪০ থেকে ৫০ টাকা কেজি। এই মালটা বিক্রি করি এখন লাখপতি হওয়ার স্বপ্ন দেখছেন ফটিক দেব শর্মা।

(Feed Source: news18.com)