Implosion কী, ব্যাখ্যায় ২ ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, কী হয়েছিল টাইটানের সঙ্গে?

Implosion কী, ব্যাখ্যায় ২ ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, কী হয়েছিল টাইটানের সঙ্গে?

নয়াদিল্লি: টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে ধ্বংস হয়ে গিয়েছে সাবমার্সিবল সাবমেরিন টাইটান, মারা গিয়েছেন ৫ জন অভিযাত্রীই। বিশেষজ্ঞরা কম-বেশি প্রায় নিশ্চিত, ধ্বংসাত্মক Implosion-ই শেষ হয়ে যায় টাইটান। কিন্তু Implosion বিষয়টি ঠিক কী? কী হয়ে থাকতে পারে টাইটানের সঙ্গে? বিষয়টি ব্যাখ্যা করে একাধিক ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সহজ কথায়…
এক্ষেত্রে যে Implosion-র কথা বলা হয়েছে, সেটি পেশাদারমহলে Underwater Implosion নামে পরিচিত। যখন কোনও ভেসেল সমুদ্রগর্ভের নিচে তীব্র চাপের জেরে এতটাই দুমড়ে যায় যে ভেঙে পড়ে, সেটিই  Underwater Implosion নামে পরিচিত। ঠিক কী রকম হয় এই  Implosion? টিনের কৌটো দুমড়ে মুচড়ে গেলে যে দশা দাঁড়ায়, অনেকটা সে রকম।

এছাড়াও একটি ভিডিও ভাইরাল হয়েছে। অ্যানিমেশনের মাধ্যমে ওই ভিডিওতে দেখানো হয়েছে, ডুবোজাহাজে Implosion হলে ঠিক কী ঘটনা ঘটে?

মর্মান্তিক খবর…
আটলান্টিকের গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ ডুবোযান টাইটানের যাত্রীদের বেঁচে থাকার আর কোনও সম্ভাবনা নেই। এমন আশঙ্কাই প্রকাশ করেছে পর্যটন সংস্থা ওশানগেট। সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তারা মনে করছে,সংস্থার সিইও স্টকটন রাশ, শাহজাদা দাউদ এবং তাঁর ছেলে সুলেমান দাউদ, হামিশ হার্ডিং এবং পল-হেনরি নারজিওলেট  ( CEO Stockton Rush, Shahzada Dawood and his son Suleman Dawood, Hamish Harding, and Paul-Henri Nargeolet ) দুঃখজনকভাবে হারিয়ে গেছেন। ওই বিবৃতিতে জানানো হয়েছে, তাঁরা সত্যিকারের অভিযাত্রী ( true explorers ) ছিলেন। সাহসিকতার নিরিখে তাঁদের চেতনা ছিল স্বতন্ত্র । বিশ্বের মহাসাগরগুলির গভীরে গিয়ে অন্বেষণ এবং তা রক্ষা করার জন্য তাঁদের আবেগ ছিল গভীর। পর্যটন সংস্থা ওশানগেট দুঃখপ্রকাশ করে জানিয়েছে, ‘ আমাদের হৃদয় এই দুঃসময়ে পাঁচজনের আত্মা এবং তাঁদের পরিবারের প্রতিটি সদস্যের সঙ্গে রয়েছে। তাঁদের জীবনহানির ঘটনায় গভীরভাবে শোকাহত ।’৯৬ ঘণ্টার অক্সিজেন নিয়ে পাড়ি দিয়েছিল টাইটান। বৃহস্পতিবার সকালের মধ্যেই তা শেষ হয়ে যাওয়ার কথা। চালক ও চার যাত্রীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। শুক্রবার সকালে টাইটানের ধ্বংসাবশেষের কিছু অংশ পাওয়া গেছে বলে দাবি করেছে ইউএস কোস্ট গার্ড।

(Feed Source: abplive.com)