পঞ্চায়েত ভোটে কোন কোন বুথে সিসিটিভি? কোথায় ভিডিওগ্রাফি? তালিকা তৈরিতে তৎপর কমিশন

পঞ্চায়েত ভোটে কোন কোন বুথে সিসিটিভি? কোথায় ভিডিওগ্রাফি? তালিকা তৈরিতে তৎপর কমিশন

কলকাতা: হাইকোর্টের নির্দেশ মোতাবেক এবার সিসিটিভি ও ভিডিওগ্রাফি নিয়ে তৎপরতা রাজ্য নির্বাচন কমিশনের। কোন কোন বুথে সিসিটিভি কার্যকর করা যাবে? এবার তা নিয়ে জেলাশাসক ও বিভিন্ন জেলার পঞ্চায়েত অফিসারদের রিপোর্ট চাইল রাজ্য নির্বাচন কমিশন।

সিসিটিভি ইনস্টলেশন এর পাশাপাশি কোন কোন বুথে প্রযুক্তিগত কারণে সিসিটিভি ইনস্টলেশন সম্ভব নয় সেখানে ভিডিওগ্রাফি করা সম্ভব কিনা তা নিয়েও বিভিন্ন জেলা থেকে জানতে চাইল রাজ্য নির্বাচন কমিশন।

নির্বাচন প্রক্রিয়া চলাকালীন বিভিন্ন ফুটেজ সংগ্রহ করার জন্য এই সিসিটিভি বা ভিডিওগ্রাফি করার জন্যই এই তালিকা চাওয়া হল বিভিন্ন জেলার নির্বাচন আধিকারিকদের থেকে। এর মধ্যে কোন কোন বুথ সিসিটিভি কার্যকর করার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করছে তারা, তাও জানতে চাইল রাজ্য নির্বাচন কমিশন বিভিন্ন জেলার ইলেকশন অফিসারদের থেকে। দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনের।

(Feed Source: news18.com)