আদ্রায় নিহত TMC নেতার পরিবারের সঙ্গে কথা বললেন রাজ্যপাল, দিলেন পাশে থাকার আশ্বাস

আদ্রায় নিহত TMC নেতার পরিবারের সঙ্গে কথা বললেন রাজ্যপাল, দিলেন পাশে থাকার আশ্বাস

পুরুল্যার আদ্রা শহরে খুন হওয়া শহর তৃণমূল সভাপতি ধনঞ্জয় চৌবের পরিবারের সঙ্গে ফোনে কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার কথপোকথনের সময় রাজ্যপাল পরিবারটিকে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন। সঙ্গে ধনঞ্জয়বাবুর সন্তানদের শিক্ষার ভার রাজভবন গ্রহণ করবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় আদ্রা শহরের ভরা বাজারে তৃণমূলের পার্টি অফিসের সামনে অজ্ঞাতপরিচয় আততায়ীর গুলিতে খুন হন শহর তৃণমূল সভাপতি ধনঞ্জয় চৌবে। তাঁকে দুর্গাপুরের হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ওই ঘটনায় ১ কংগ্রেস প্রার্থীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে ধনঞ্জয়বাবুর ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলেন রাজ্যপাল। তাঁকে সান্ত্বনা দেন রাজ্যপাল। পরিবারকে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণের আশ্বাস দেন তিনি। সঙ্গে ধনঞ্জয়বাবুর ২ সন্তানের শিক্ষার ভার তিনি গ্রহণ করবেন বলে জানান।

রাজ্যে পঞ্চায়েত হিংসায় নিহত বিরোধী কর্মীদের বাড়ি পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দেখা করেছেন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গেও। এর পরই তৃণমূলের তরফে প্রশ্ন করা হয়েছিল, তৃণমূল কর্মীর মৃত্যুতে রাজ্যপালের এই তৎপরতা দেখা যায় না কেন? ধনঞ্জয় চৌবের পরিবারের সঙ্গে কথা বলে সেই প্রশ্নেরই জবাব দিলেন রাজ্যপাল।

(Feed Source: hindustantimes.com)