বাস চুরি করে পালানোর সময় গাড়িতে ধাক্কা, বিয়ে দিয়ে ফেরার পথে মৃত কনের বাবা-সহ ৩

বাস চুরি করে পালানোর সময় গাড়িতে ধাক্কা, বিয়ে দিয়ে ফেরার পথে মৃত কনের বাবা-সহ ৩

ভোর রাতে লেকটাউনে মর্মান্তিক দুর্ঘটনা। মেয়ের বিয়ে দিয়ে ফেরার পথে বাসের ধাক্কায় মৃত্যু হল বাবার। মারা গিয়েছেন কনের ঠাকুমা ও ভাইও। যে গাড়িটা করে তাঁরা ফিরছিলেন তার চালকও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ জানিয়েছে, বাসটি চুরি করে নিয়ে পালাচ্ছিল কয়েকজন দুষ্কৃতী। প্রবল গতিতে পালানোর সময় বাসটি ধাক্কা মারে গাড়িটিতে। তাতেই মৃত্যু হয়েছে তিনজনের।

জানা গিয়েছে, নিউটাউন থেকে মেয়ের দিয়ে বাড়ি ফিরছিলেন কনের বাবা, ঠাকুমা ও ভাই। তাঁরা তিনজনে পিছনের সিটে বসে ছিলেন। সেই সময় বেপরোয়া ভাবে বাসটি এসে গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান তিনজনে। গাড়ির চালককে আশঙ্কাজনক অবস্থায় আরজি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে বিয়ে বাড়িতে।

লেকটাউন থেকে উল্টোডাঙার দিকে যাওয়ার রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। বাসের ধাক্কায় গাড়িটি দুমড়-মুচড়ে যায়। কর্তব্যরত একজন ট্রাফিক গার্ডের সামনেই এই দুর্ঘটনা হয়। সজোরে এসে বাসটি গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান কনের বাবা শিবশঙ্কর রাঠি-সহ আরও দু’জন।

৪৪ নম্বরে রুটের বাসটি চুরি করে পালাচ্ছিল দুষ্কৃতীরা। প্রবল গতিতে এসে বিয়ে বাড়ি ফেরত গাড়িটি ধাক্কা। মৃতের পরিবার লোজনের অভিযোগ, রাত হলেও, প্রবল গতিতে চলা বাসটিকে আটকালো না কেন পুলিশ কর্মীরা।

প্রসঙ্গত, গত এপ্রিল মাসেও দমদম পার্কের কাছেও মধ্যরাতে একটি পথ দুর্ঘটনা হয়। মারা যান চারজন। মাস ঘুরতে না ঘুরতে ফের দুর্ঘটনা রাতের কলকাতায়।

(Feed Source: hindustantimes.com)