তদন্তের মধ্যেই বিকাশভবন থেকে উধাও নিয়োগ সংক্রান্ত ফাইল! প্রশ্নের মুখে SSC

তদন্তের মধ্যেই বিকাশভবন থেকে উধাও নিয়োগ সংক্রান্ত ফাইল! প্রশ্নের মুখে SSC

নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর দাবি করল স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ সি’র নিয়োগ সংক্রান্ত নথি সস্কুল সার্ভিস কমিশনের কাছে চেয়ে পাঠিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। কিন্তু, বিকাশভবন থেকে সেই ফাইলটি নাকি খুঁজে পাওয়া যাচ্ছে। ফলে সেই নথি সিবিআইকে দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। সিবিআইকে এমনটাই জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এ নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। বিকাশ ভবন থেকে কীভাবে আস্ত একটি ফাইল উধাও হয়ে গেল? তাই নিয়ে উঠেছে প্রশ্ন।

সিবিআইয়ের দাবি, কমিশনের তরফে জানানো হয়েছে গত এক বছর ধরে গ্রুপ সি’র নিয়োগ সংক্রান্ত ওই ফাইলটি খুঁজে পাওয়া যাচ্ছে না। এনিয়ে কমিশনের তরফে বিধাননগর উত্তর থানায় একটি জেনারেল ডায়েরিও করা হয়েছে। কমিশনের দাবি, এই জিডি করা হয়েছে অনেক আগেই। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি শিক্ষা সচিব মণীশ জৈনকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য জানতে পেরেছিল সিবিআই। তারপরেই কমিশনের কাছে নিয়োগ সংক্রান্ত ওই ফাইল চেয়ে পাঠিয়েছিল সিবিআই। কিন্তু, সেই ফাইল উধাও হয়ে যাওয়ায় এবার বিধাননগর উত্তর থানার পুলিশের সঙ্গে কথা বলতে পারে সিবিআই। কারণ ওই থানাতে জেনারেল ডায়েরি করা হয়েছিল বলে দাবি কমিশনের। সে ক্ষেত্রে কী কী পদক্ষেপ করেছে পুলিশ তা খতিয়ে দেখতে পারে সিবিআই। উল্লেখ্য, নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নথি কীভাবে কমিশনের দফতর থেকে উধাও হয়ে যেতে পারে? কারা সেই নথি সংরক্ষণে দায়িত্বে ছিলেন? তাদের কোনও ভূমিকা রয়েছে কিনা বা কমিশনের কেউ জড়িত হয়েছে কিনা? সে সমস্ত বিষয়ে খতিয়ে দেখতে পারে সিবিআই।

যদিও সিবিআইয়ের তরফে এই দাবি করা হলেও ফাইল উধাও হয়ে যাওয়ার কথা কার্যত অস্বীকার করেছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি জানিয়েছেন, সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন থেকে কোনও রকমের ফাইল উধাও হয়নি। তাছাড়া এই ধরনের কোনও চিঠি সিবিআইকেও তাদের তরফে দেওয়া হয়নি। এমনকী পুলিশের কাছে কোনও অভিযোগ করা হয়নি বলেই দাবি করেছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। ফলে স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাপানোতর তৈরি হয়েছে। উল্লেখ্য,শিক্ষক সহ শিক্ষা কর্মী নিয়োগে দুর্নীতির তদন্ত ২০২২ সাল থেকে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর ২০২২ সালে সেই নিয়োগ সংক্রান্ত ফাইলটি উধাও হয়ে যায় বলে জানতে পারে স্কুল সার্ভিস কমিশন। ফলে সেই ফাইলটি এখন সিবিআইকে দিতে পারবে না বলে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। তাদের এই জবাবের কার্যত বিস্মিত সিবিআই।

(Feed Source: hindustantimes.com)