MBA পড়ুয়াদের জন্য বড় সুযোগ, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পড়লেই দারুণ চাকরি!

MBA পড়ুয়াদের জন্য বড় সুযোগ, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পড়লেই দারুণ চাকরি!

রায়গঞ্জ:  রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাশ করা ছাত্র-ছাত্রীদের চাকরির ক্ষেত্রে এবার মিলবে বাড়তি সুবিধে। পাশাপাশি, এমবিএ খরচ চালাতে ও মিলবে আর্থিক সহায়তা। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় পেল এমবিএ প্রোগ্রাম ‘অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন’ (এআইসিটিই)-র অনুমোদন। এর ফলে এই বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাশ করা ছাত্র-ছাত্রীরা চাকরির ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন।

ইতিমধ্যেই অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন অ্যাফিলিয়েশনের চিঠি পেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. দুর্লভ সরকার জানিয়েছেন, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এমবিএ বিভাগ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের অনুমোদন পেয়েছে। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা। যারা এমবিএ, এমসিএ, ইঞ্জিনিয়ারিংয়ের মতো কোর্স নিয়ন্ত্রণ করে। পাশাপাশি, তারা আর্থিক সহায়তা করে। কোয়ালিটি অব এডুকেশন দেখে।

তাছাড়া ছাত্রছাত্রীদের জন্য সবথেকে বড় সুবিধা, তারা যখন বলবে যে, তারা এআইসিটিই অনুমোদিত সংস্থা থেকে পাশ করেছে, তখন চাকরির ক্ষেত্রে বিশেষ সুবিধা মিলবে। রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য দুর্লভ সরকার জানান আমরা অনেকদিন ধরে এআইসিটিই’র অনুমোদন পাওয়ার চেষ্টা করছিলাম। উপাচার্য জে কে মণ্ডল, বিশ্ববিদ্যালয়ের দু’জন ডিন, এমবিএ বিভাগের প্রধান ড. অরিন্দম বেদিয়া, অর্থনীতির বিভাগীয় প্রধান ড. সঞ্জীব মণ্ডল, ইঞ্জিনিয়ারিং সেকশন, টেকনিক্যাল অ্যাডভাইসর সূর্যনারায়ণ সিনহা, প্রত্যেকেই অত্যন্ত পরিশ্রম করেছেন। তাদের ফলস্বরূপ এআইসিটিই’র অনুমোদন পেয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়।

এর ফলে ছাত্রছাত্রীদের প্রভূত উপকার হবে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ২০১৫ সালে বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয় রায়গঞ্জ কলেজ। তিন বছরের মধ্যেই অর্থাৎ ২০১৮ সাল থেকে এখানে এমবিএ প্রোগ্রাম চালু হয়। ২০২০, ২০২১ এবং ২০২২ সলে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাশ করে তিনটি ব্যাচ বেরিয়েছে। এই প্রথম রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন’ অ্যাফিলিয়েশন পাওয়ায় খুশির বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী সহ-অধ্যাপকরা।

(Feed Source: news18.com)