‘বন্দে ভারত’এর জন্য ভুল করে ‘PM নীতীশ কুমারকে’ ধন্যবাদ জানিয়ে ফেললেন BJP নেতা!

‘বন্দে ভারত’এর জন্য ভুল করে ‘PM নীতীশ কুমারকে’ ধন্যবাদ জানিয়ে ফেললেন BJP নেতা!

মোদী সরকারের জমানায় ভারতীয় রেল পেয়েছে ‘বন্দে ভারত’ ট্রেন।  গতিতে এই ট্রেন ইতমধ্যেই বাকি এক্সপ্রেসকে পিছনে ফেলে দিয়েছে। আর এই ট্রেনের জন্য এবার ‘প্রধানমন্ত্রী নীতীশ কুমারকে’ ভুলবশত ধন্যবাদ জানিয়ে ফেললেন বিজেপির সাংসদ সুনীল কুমার সিং।

অউরাঙ্গাবাদের তিনবারের সাংসদ বিজেপির সুনীল কুমার সিং। তিনি সদ্য গয়া এসেছিলেন এই সেমি হাইস্পিড ট্রেনের যাত্রার ওই রুটে শুভারম্ভ ঘিরে। আর সেখানেই এই বন্দেভারত ট্রেনের বিষয়ে প্রশংসা করতে গিয়ে তিনি ভুলবশত ‘প্রধানমন্ত্রী নীতীশ কুমার’কে ধন্যবাদ জানিয়ে ফেলেন। উল্লেখ্য, সুনীল কুমার সিংয়ের সংসদীয় এলাকার মধ্যে পড়ে গয়ার একটি অংশ। সেখান দিয়ে যায় এই বন্দে ভারত এক্সপ্রেস। আর এই এক্সপ্রেসের জন্য কেন্দ্রে বিজেপি সরকারের ভূয়সী প্রশংসা করতে গিয়ে তিনি বলেন,’ আমি ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী নীতীশ কুমারকে, দক্ষিণ বিহারকে এই উপহার দেওয়ার জন্য।’ বিজেপি সাংসদের এই মন্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ভিডিয়োর ক্লিপে দেখা যায়, বিজেপির সাংসদ সুনীল সিং দাঁড়িয়ে রয়েছেন প্রেম প্রকাশ চিন্টুর পাশে। উল্লেখ্য, গয়া বিজেপির প্রধান হলেন প্রেম প্রকাশ চিন্টুর। মন্তব্যের কয়েক সেকেন্ড পর ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে  নিজের ভুল শুধরে নিতে যাচ্ছেন সুনীল সিং।

উল্লেখ্য, বিহারের রাজনীতিতে এককালে নীতিশ কুমারের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিতি ছিল সুনীল কুমার সিংয়ের। সুনীল সিং তাঁর প্রথম ভোট জেতেন ১৯৯৮ সালে। সেবার সমতা পার্টির টিকিটে ভোটে জিতেছিলেন। পরে ২০০৯ সালে জেডিইউকে অউরাঙ্গাবাদে দাপট ধরে রাখতে সাহায্য করেন সেই বছরের ভোটে। তবে পরে দুই নেতার রাস্তা পাল্টে যায়। নীতীশ জেডিইউতে আরও দাপটের সঙ্গেই নিজের কর্তৃত্ব ধরে রাখেন। তবে ২০১৪ সালে জেডিইউ ছেড়ে বেরিয়ে আসেন সুনীল কুমার সিং। এদিকে, বন্দে ভারত যে সমস্ত স্টেশন দিয়ে চলছে, সেই সমস্ত স্টেশনে আলাদা করে বিশেষ অনুষ্ঠান আয়োজন করে বিজেপি।

(Feed Source: hindustantimes.com)