সৌরভের বিশ্বকাপ ঘিরে দুঃখের পোস্ট ! মহারাজের বার্তায় কিসের ইঙ্গিত?

সৌরভের বিশ্বকাপ ঘিরে দুঃখের পোস্ট ! মহারাজের বার্তায় কিসের ইঙ্গিত?

কলকাতা: এই মুহূর্তে লন্ডনে আছেন তিনি। কয়েকদিন পর এই দেশে ফিরবেন। কিন্তু বিশ্বকাপের সূচি ঘোষণা হওয়ার পর থেকে বাকি সব ক্রিকেটপ্রেমীদের মতো সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও উচ্ছ্বসিত। মহারাজ সোশ্যাল মিডিয়ায় একটা আবেগঘন বার্তা পোস্ট করেছেন। সেখানে যেমন আছে তার বোর্ড প্রেসিডেন্ট হিসেবে বিশ্বকাপ আয়োজন করতে না পারার দুঃখ, তেমনই ভারত যে বাকি ক্রিকেট বিশ্বকে চমকে দেবে বাজি ধরেছেন মহারাজ।

বিশ্বকাপ নিয়ে উন্মাদনার শেষ নেই। এরই মধ্যেই ভারতের প্রাক্তন অধিনায়ক এবং প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় একটি আবেগঘন টুইট করেছেন। যা সকলের চোখে পড়েছে। দুর্ভাগ্যবশত তাঁর অধীনে ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বকাপ আয়োজন করতে পারেনি। উল্লেখ্য গত বছর ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেননি তিনি।

নিজের দ্বিতীয় ইনিংসে সভাপতি থাকাকালীন বিশ্বকাপ আয়োজন করার সুযোগ পেলেও করোনার জন্য দেশের বাইরে করতে হয়। সম্প্রতি তিনি টুইট করে লেখেন, ভারত বিশ্বকাপ আয়োজন করার জন্য এগিয়ে চলেছে। এই টুর্নামেন্ট কতই না চমৎকার হতে চলেছে। দারুণ সব ভেন্যু। দারুণ বরাদ্দ। এতগুলি ভেন্যু ভারত ছাড়া অন্য কোন দেশ আয়োজন করতে পারবে না।

(Feed Source: news18.com)