ক্রেডিট কার্ডের তথ্য দিতেই নিমেষে সাফ সমস্ত টাকা! বাগুইআটির কাণ্ডে মাথা ঘুরবে

ক্রেডিট কার্ডের তথ্য দিতেই নিমেষে সাফ সমস্ত টাকা! বাগুইআটির কাণ্ডে মাথা ঘুরবে

বিধাননগর: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী পরিচয় দিয়ে ক্রেডিট কার্ড ব্লক করার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণা। মারাত্মক কাণ্ড বাগুইআটিতে।

পুলিশ সূত্রে খবর, ৫ নভেম্বর ২০২২ সালে বাগুইআটি এলাকার বাসিন্দা মিতলাল চৌরাশিয়া বিধাননগর সাইবাবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। তিনি একটি মোবাইল নম্বর থেকে ফোন পান এবং তাঁকে এই ফোনে এসবিআই কাস্টোমার কেয়ার অফিসিয়াল হিসেবে পরিচয় দেয় এক ব্যক্তি। এখানে তাঁকে বলা হয় তাঁর এসবিআই ক্রেডিট কার্ডটি ব্লক করতে হবে। এরপরই তাঁকে একটি লিংক পাঠায় এবং তাঁকে বলা হয় সেই লিংকে প্রবেশ করে ক্রেডিট কার্ডের ডিটেলস দিতে।

গ্রেফতার ১

তিনি বিশ্বাস করে ওই লিংকে ক্লিক করে ক্রেডিট কার্ডের ডিটেলস দিয়ে দেন। এরপরে তিনি দেখতে পান তাঁর মোবাইল কাজ করা বন্ধ করে দিয়েছে। তার কিছুদিন পরেই তাঁর ক্রেডিট কার্ডের বিল আসে সেখানে তিনি দেখতে পান তাঁর ক্রেডিট কার্ড থেকে ৭৭৩০০ এবং ১৬৬১৫ টাকা paytm মারফত ট্রানজাকশন হয়েছে।

প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন তিনি। ঘটনা তদন্ত শুরু করে গতকাল বর্ধমানে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সেখান থেকেই অভিযুক্ত সুরেশ প্রসাদকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে বিধাননগর আদালতে হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে সেই বিষয়ে তদন্ত করে দেখছে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

(Feed Source: news18.com)