বর্ডারকে টপকালেন রুট, লর্ডস টেস্টের দ্বিতীয় দিনের শেষে লড়াইয়ে স্টোকসরা

বর্ডারকে টপকালেন রুট, লর্ডস টেস্টের দ্বিতীয় দিনের শেষে লড়াইয়ে স্টোকসরা

শুভব্রত মুখার্জি: বর্তমানে ইংল্যান্ড তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার জো রুট। ইংল্যান্ডের টেস্ট দলের প্রাক্তন অধিনায়ক ডান হাতি এই ব্যাটার সাম্প্রতিক সময়ে বেশ ভালো ফর্মে রয়েছেন। চলতি অ্যাশেজেও দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। আর এ দিন অর্থাৎ বৃহস্পতিবার লর্ডসে গড়ে ফেললেন এক নয়া নজির। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় প্রথম দশে জায়গা করে নিলেন তিনি। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার অ্যালান বর্ডারকে সরিয়ে এই তালিকায় ঢুকে নয়া নজির গড়লেন জো রুট। ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে তিনি দ্বিতীয় ব্যাটার যিনি এই তালিকায় প্রথম দশে রয়েছেন। অপরজন অ্যালিস্টার কুক।

টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় এই মুহূর্তে দশ নম্বরে রয়েছেন জো রুট। আপাতত ১৩২ টি টেস্ট ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ১১,১৭৫ রান। গড় ৫০.৮০। তালিকার শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর। ২০০টি টেস্ট খেলে তাঁর সংগ্রহ ১৫,৯২১ রান। গড় ৫৩.৭৮। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রিকি পন্টিং । ১৬৮ ম্যাচ খেলে ৫১.৮৫ গড়ে তাঁর সংগ্রহ ১৩,৩৭৮ রান। তৃতীয় স্থানে রয়েছেন জ্যাক কালিস। ১৬৬ ম্যাচে ৫৫.৩৭ গড়ে তাঁর রান ১৩২৮৯। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ভারতের রাহুল দ্রাবিড়। ১৬৪ ম্যাচ খেলে ৫২.৩১ গড়ে তাঁর রান ১৩২৮৮। পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ডের অ্যালিস্টার কুকের ১৬১ ম্যাচে সংগ্রহ ১২,৪৭২ রান। গড় ৪৫.৩৫। এছাড়াও এই তালিকায় রয়েছেন কুমার সাঙ্গাকারা, ব্রায়ান লারা, শিবনারায়ণ চন্দ্রপল, মাহেলা জয়াবর্ধনে এবং দশম স্থানে রয়েছেন জো রুট।

চলতি অ্যাশেজে ইতিমধ্যেই জো রুট একটি শতরান করে ফেলেছেন। এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে এই শতরান করেন তিনি। যদিও সেই টেস্ট ম্যাচ জিততে পারেনি ইংল্যান্ড। নাটকীয়ভাবে সেই টেস্টের শেষবেলায় দুই উইকেটে শ্বাসরুদ্ধকর জয় ছিনিয়ে নিয়েছিল অজিরা। আর দ্বিতীয় টেস্টে লর্ডসে ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অ্যালান বর্ডারকে টপকে লাল বলের ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় প্রথম ১০’এ ঢুকে পড়লেন তিনি। এ দিন যদিও বেশি রান তিনি করতে পারেননি। ১৯ বলে মাত্র ১০ রান করে আউট হয়েছেন। মিচেল স্টার্কের বলে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। অন্যদিকে বল হাতে লর্ডস টেস্টে অজিদের প্রথম ইনিংসে দুটি উইকেট ও পেয়েছেন তিনি। ট্রেভিস হেড এবং ক্যামেরুন গ্রিনকে আউট করেন তিনি। ৮ ওভারে ১৯ রান দিয়ে নেন দুটি উইকেট।

অপর দিকে দ্বিতীয় দিনে ফের ইংল্যান্ডের ব্যাটাররা ব্যাট করলেন ধ্বংসাত্মক মেজাজে। লর্ডসের ২২ গজে দেখা গেল ব্যাজবলের তান্ডব। প্রথম দিন অস্ট্রেলিয়া ৩৩৯/৫ স্কোরে শেষ করে। দ্বিতীয় দিন ইংল্যান্ডকে ম্যাচে ফেরায় তাদের বোলাররা। অজিদেরকে ৪১৬ রানে অলআউট করে দেয় তারা। নিজের ক্যারিয়ারের ৩২তম শতরান পূরণ করেন স্টিভ স্মিথ। ১১০ রান করে আউট হন তিনি।আর কোন ব্যাটার সেইভাবে বলার মতন রান পাননি। অলি রবিনসন এবং জস টাঙ্গ তিনটি করে উইকেট নেন। জবাবে ওভার প্রতি ৪.৫৫ রান করেন রুটরা। দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ২৭৮ রান চার উইকেটে। ওপেনার জ্যাক ক্রলি ৪৮ এবং বেন ডাকেট ৯৮ রান করেন। ওপেনিং জুটিতে ওঠে ৯১ রান। ওলি পোপ ৪২ এবং জো রুট ১০ রান করে আউট হন। দিনের শেষে হ্যারি ব্রুক ৪৫ রানে এবং অধিনায়ক বেন স্টোকস ১৭ রানে অপরাজিত রয়েছেন।

(Feed Source: hindustantimes.com)