সাফ চ্যাম্পিয়নশিপের মাঝেই বেঙ্গালুরু এফসি-র সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি সারলেন সুনীল

সাফ চ্যাম্পিয়নশিপের মাঝেই বেঙ্গালুরু এফসি-র সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি সারলেন সুনীল

বেঙ্গালুরু: তাঁর ৩৯তম জন্মদিনের আর ঠিক দু’মাস বাকি। তার মাঝেই আরও এক মরশুম আইএসএল (ISL) খেলার জন্য চুক্তিবদ্ধ হলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) সঙ্গে আরও এক বছরের চুক্তি করলেন ভারতের কিংবদন্তি ফুটবলার। সেই সঙ্গে চুক্তিপত্রে এ-ও উল্লেখ করা আছে যে, বেঙ্গালুরু এফসি-তে সুনীলের মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে লেবাননের বিরুদ্ধে ভারতের জয়ের পর একটি ব্যানার তুলে ধরেছিলেন সুনীল। তাতে লেখা ছিল, বেঙ্গালুরু এফসি-তে আরও এক বছর থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যে ক্লাবের হয়ে সাতটি ট্রফি জিতেছেন বিশ্বের তৃতীয় সর্বোচ্চ গোলস্কোরার।

আসন্ন ফুটবল মরশুমের আগে সব দলই ঘর গুছিয়ে নিচ্ছে। দল বদলের বাজারে সব থেকে বড় চমক দিল বেঙ্গালুরু এফসি। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পরেই বড় ঘোষণা করল তারা। অন্য কোনও দলে যাচ্ছেন না সুনীল ছেত্রী। ভারতীয় দলের অধিনায়কের সঙ্গে নতুন চুক্তির কথা প্রকাশ করল বেঙ্গালুরু এফসি। লেবাননের সঙ্গে ম্যাচ খেলার আগেই এই তথ্য প্রকাশ করে বেঙ্গালুরু। সেমিফাইনাল ম্যাচের আগে স্টেডিয়ামেই বার্তা লিখে বেঙ্গালুরুতে থাকার বার্তা জানিয়ে দিয়েছেন সুনীল ছেত্রীও। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ম্যাচের পরে বেঙ্গালুরু এফসি নিজেদের সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল জেতার পরেই প্রকাশিত সেই ভিডিও বার্তায় বেঙ্গালুরু এফসিতে থাকার কথা জানিয়েছেন সুনীল ছেত্রী নিজেই।

আইএসএলের দল বেঙ্গালুরু এফসির সঙ্গে অধিনায়ক সুনীল ছেত্রীর সম্পর্ক বহু পুরনো। সেই যাত্রাই আরও দীর্ঘায়িত হতে চলেছে। কান্তিরাভা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে একটি ব্যানার তুলে ধরে এই বার্তা দেন সুনীল। এরপরে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ২০ হাজার ভক্ত চিৎকার করে ওঠেন এবং সুনীলের জয়োধ্বনিতে স্টেডিয়াম গর্জে ওঠে।

বেঙ্গালুরু এফসি-র প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, সুনীল সেমিফাইনাল ম্যাচের আগে নিজের হাতে করে একটি ব্যানার লিখেছেন এবং সেটি ম্যাচের আগে স্টেডিয়ামে ঝুলিয়ে দেন। যখন তিনি ম্যাচ খেলতে মাঠে নামেন, তখন সেই ব্যানার সকলের সামনে খুলে দেওয়া হয়। বেঙ্গালুরু এফসির সেই ব্যানারে লেখা ছিল, ‘আমি কোথাও যাচ্ছি না – সুনীল ছেত্রী।’

(Feed Source: abplive.com)