ভবিষ‍্যতে আইন নিয়ে পড়তে চান? ক্ল্যাট পরীক্ষা কবে? জেনে নিন

ভবিষ‍্যতে আইন নিয়ে পড়তে চান? ক্ল্যাট পরীক্ষা কবে? জেনে নিন

আইন নিয়ে স্নাতক এবং স্নাতকত্তরে পড়াশোনা করতে চান বহু পড়ুয়া। তাঁদের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা কমন ল অ্যাডমিশন টেস্ট (ক্ল্যাট)-এ উত্তীর্ণ হওয়া প্রয়োজন। এবছরের জুন মাসেই এই পরীক্ষা সংক্রান্ত সমস্ত নিয়মাবলি প্রকাশিত হয়েছিল। ২০২৪-এর ক্ল‍্যাট পরীক্ষার দিনক্ষণ এবং পরীক্ষার পদ্ধতি সংক্রান্ত আরও নিয়মকানুন প্রকাশিত করা হল। ১ জুলাই কনসোরটিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটির পক্ষ থেকে এই পরীক্ষার বিষয়ে অন‍্যান‍্য গুরুত্বপূর্ণ তথ‍্য প্রকাশ করা হল।

আবেদনের যোগ‍্যতা
যারা স্নাতকস্তরের পরীক্ষায় বসার জন‍্য প্রার্থীদের উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন । সেইসঙ্গে এপ্রিল কিংবা মে ২০২৪ শিক্ষাবর্ষে যে সমস্ত পড়ুয়া দ্বাদশ উত্তীর্ণ হবেন, তাঁরা ক্ল্যাট ২০২৪ এর জন্য আবেদন করতে পারবেন।

অন‍্যদিকে স্নাতকোত্তর স্তরের পরীক্ষার্থীদের ক্ষেত্রে প্রার্থীদের স্নাতকস্তরে আইন কিংবা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর। যাঁরা এপ্রিল কিংবা মে ২০২৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তীর্ণ পড়ুয়া, তাঁরাও ক্ল্যাট ২০২৪ এর জন্য আবেদন করতে পারবেন।

কনসোরটিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটির বিজ্ঞপ্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ‍্য

১.২০২৪ সালের ক্ল্যাট পরীক্ষা পুরোপুরি অফলাইনে নেওয়া হবে।

২.পরীক্ষায় বসার জন্য আবেদনপত্রও অনলাইনে জমা দিতে হবে

৩.স্নাতক এবং স্নাতকোত্তরস্তরের পরীক্ষা হতে চলেছে ৩ ডিসেম্বর, ২০২৩

৪.অনলাইনে আবেদন পেশ করা যাবে ১ জুলাই, ২০২৩ থেকে ৩ নভেম্বর, ২০২৩ পর্যন্ত।

৫.৩ নভেম্বর, ২০২৩ তারিখ রাত ১১ টা ৫৯ মিনিটের মধ্যে আবেদনের ফি জমা দিতে হবে।

৬.ব্যক্তিগত ফোন নম্বর এবং মেল আইডি দিয়ে পরীক্ষায় বসার জন্য নাম নথিভুক্ত করা আবশ্যক।

৭.অনলাইনেই পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে।

৮. ওয়েবসাইটের মাধ্যমে কোন কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে, তা জানিয়ে দেওয়া হবে।

(Feed Source: news18.com)