বাংলাদেশ সফরে ভারতীয় দলের অন্তর্বতীকালীন কোচ নিযুক্ত নুহসিন আল খাদির

বাংলাদেশ সফরে ভারতীয় দলের অন্তর্বতীকালীন কোচ নিযুক্ত নুহসিন আল খাদির

শুভব্রত মুখার্জি: আসন্ন বাংলাদেশ সফরের জন্য নয়া কোচের নাম ঘোষনা করা হল বিসিসিআইয়ের তরফে। বাংলাদেশ সফরের জন্য ভারতীয় দলের অন্তর্বতীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হল নুহসিন আল খাদিরকে। কোচ হিসেবে নুহসিন আল খাদির যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন একজন কোচ। অনুর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপে ভারতীয় দলের কোচ ছিলেন তিনি। তাঁর প্রশিক্ষণেই দক্ষিণ আফ্রিকার মাটিতে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল।

বিসিসিআইয়ের তিন সদস্যের পরামর্শদাতা কমিটি বিসিসিআইয়ের কাছে কোচ হিসেবে প্রাক্তন ক্রিকেটার অমল মজুমদারের নাম প্রস্তাব করে। ভারতীয় সিনিয়র মহিলা দলের প্রধান কোচ হিসেবে অমল মজুমদারের নাম অনেকদিন আগে থেকেই ঘোরাফেরা করছে। তবে বিসিসিআইয়ের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। তবে বিসিসিআইয়ের এক সূত্র মারফত খবর কয়েক দিনের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আপাতত বাংলাদেশ সফরে ভারতীয় দলের দায়িত্ব সামলাবেন নুহসিন আল খাদির।

ফলে অমল মজুমদার ভারতীয় দলের সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশ সফরে আর যাচ্ছেন না। বাংলাদেশ সফরে ভারতীয় দল তিন ম্যাচের ওয়ানডে এবং টি-২০ সিরিজ খেলবে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নুহসিন অনুর্ধ্ব -১৯ দলের পাশাপাশি অনুর্ধ্ব-২৩ দলেরও প্রশিক্ষণ করিয়েছেন। যারা কয়েকদিন আগেই হংকংয়ে এমার্জিং মহিলা এশিয়া কাপের শিরোপাও জিতেছিল। বৃহস্পতিবার বাংলাদেশ সফরে উড়ে যাবে ভারতীয় দল। তার আগে বুধবার মুম্বইয়ে একত্রিত হবে গোটা দল। ভারতের ঘরোয়া সার্কিটে রেলওয়ে দলের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। প্রথম ডব্লুপিএলেও গুজরাট জায়ান্টস দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। হায়দরাবাদের এই স্পিনার বর্তমানে এনসিএতেও যুক্ত রয়েছেন। বাংলাদেশ সফরে নুহসিনের সহকারী হিসেবে কাজ করবেন রাজীব দত্ত এবং অপূর্ব দেশাই।

(Feed Source: hindustantimes.com)