দৃষ্টি হারিয়েছেন কিন্তু সাহস হারাননি, আজ পারফিউম কোম্পানির মালিক এই ব্যক্তি

দৃষ্টি হারিয়েছেন কিন্তু সাহস হারাননি, আজ পারফিউম কোম্পানির মালিক এই ব্যক্তি

মুম্বই: অনেকদিন আগের কথা, মরাঠি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কর্মরত এক যুবক, তাঁকে ডাক্তার বলেই দিয়েছিলেন যে কিছু দিনের মধ্যেই তিনি সম্পূর্ণ অন্ধ হয়ে যাবেন। ডাক্তারের বক্তব্য শুনেই পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল ওই যুবকের, কিছু ভাবার আগে চোখ বন্ধ করতেই কিছু সুগন্ধ অনুভব করেন ওই যুবক আর তারপরেই সিদ্ধান্ত নেন পারফিউম তৈরির কাজ শুরু করবেন। পরে বিভিন্ন গবেষণাপত্র পড়ে জানতে পারেন এতে মানসিক স্বাস্থ্যও ভাল থাকে, তাই পরফিউম তৈরি করার চেষ্টা করেন।

সুগন্ধি কোম্পানি সিগমা স্টাইলস-এর প্রতিষ্ঠাতা ময়ুর যাদব জানিয়েছেন যে তিনি প্রথম জীবনে মরাঠি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচালক হিসাবে কাজ শুরু করেন। ২০০৮ সালে একদিন একটি ভিডিও সম্পাদনা করার সময় হঠাৎই তাঁর ডান চোখ লাল হয়ে যায়। এরপর ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গেলে তখনকার মতো অবস্থা স্বাভাবিক হলেও ধীরে ধীরে খারাপ হতে থাকে। পরে মুম্বইয়ের অন্য এক ডাক্তারকে দেখানো হলে তিনি রেটিনাইটিস পিগমেন্টোসা রোগের সম্পর্কে জানতে পারেন।

ডাক্তার জানান, মাত্র কয়েক বছরের মধ্যে ময়ুর সম্পূর্ণ অন্ধ হয়ে যাবেন। তার প্রায় ৭০ শতাংশ দৃষ্টিশক্তি চলে গিয়েছে। সেখানে বসেই ময়ূর ভাবতে শুরু করেন এখনও পুরো পৃথিবী তাঁর দেখা বাকি। হাল না ছেড়ে শুরু করলেন পারফিউম কোম্পানি সিগমা স্টাইলস। ময়ূর বর্তমানে মুম্বই থেকে ইন্দোরের গ্রামীণ ‘দিব্য কলা মেলা’-তে এসেছেন।

ময়ূর বলেন, ‘যখন জানলাম কয়েক বছর পর সবকিছু দেখা বন্ধ হয়ে যাবে, তখন এটা মেনে নেওয়া আমার পক্ষে খুবই কঠিন ছিল। তারপর ভাবলাম আতরের ব্যবসা শুরু করব। ডিপ্লোমা করার পরও সারা রাত পারফিউম সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করতাম।’ বাজারে যাওয়ার পর তিনি আতরের ক্যাটাগরি ও বৈচিত্র্য নিয়ে জ্ঞান বাড়ান।

১৩টিরও বেশি পারফিউম প্রস্তুত

সুগন্ধি ব্যবসার কথা পরিবারের সদস্যদের জানালে তাঁরা প্রত্যেকেই তাঁকে সমর্থন করেন। বিভিন্ন গ্রহের নাম সম্বলিত পারফিউমের বোতল রাখা হয়েছে ময়ূরের স্টলে। জানতে চাইলে তিনি বলেন, ‘পৃথিবীর নিজস্ব গন্ধ আছে। একই ভাবে সমস্ত গ্রহের সুগন্ধ রয়েছে। যখন আমি এর প্রকৃতি সম্পর্কে পড়াশোনা করে জানতে পেরেছি যে এটি মানুষের মানসিক স্বাস্থ্যকে অনেক বেশি প্রভাবিত করে। বিশেষ করে শারীরিক প্রতিবন্ধীদের জন্য।’

ই-কমার্স প্লাটফর্মের পাশাপাশি এখন ওয়েবসাইটের মাধ্যমেও পণ্য বিক্রি শুরু করেছে সিগমা স্টাইলস। এই মূহূর্তে ১৩টিরও বেশি সুগন্ধের পারফিউম প্রস্তুত করে ফেলেছেন ময়ূর।

(Feed Source: news18.com)