কে বেশি বাঙালি? পিকু না রানি? দীপিকা এবং আলিয়ার বাঙালিত্ব নিয়ে তরজা তুঙ্গে!

কে বেশি বাঙালি? পিকু না রানি? দীপিকা এবং আলিয়ার বাঙালিত্ব নিয়ে তরজা তুঙ্গে!

মুম্বই: দুই অবাঙালির বাঙালিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়া তুলকালাম! কে বেশি বাঙালি? এই নিয়ে তরজা শুরু হয়েছে চারদিকে। যেই মুহূর্তে করণ জোহার পরিচালিত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র ট্রেলার মুক্তি পেয়েছে, আলিয়া ভাটের ভক্তদের সঙ্গে যুদ্ধ বেঁধেছে দীপিকা পাড়ুকোনের ভক্তদের। কেউ বলছেন, ‘পিকু’ বেশি বাঙালি, কেউ বলছেন, ‘রানি’ বেশি।

আদপে বলিউডের দুই নায়িকার কেউই বাঙালি নন। কিন্তু তাঁরা দু’টি ছবিতে অভিনয় করেছেন যেখানে তাঁদের বাঙালি চরিত্রে দেখা গিয়েছে। প্রথমটি বাঙালি পরিচালক সুজিত সরকারের ‘পিকু’। যেখানে দীপিকাকে নামভূমিকায় অভিনয় করতে দেখা যায়। দীপিকার বাবার চরিত্রে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন প্রয়াত অভিনেতা ইরফান খান, বাঙালি অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ও।

উল্টোদিক করণের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। যদিও ছবিটি এখনও মুক্তি পায়নি, কিন্তু ইতিমধ্যে ট্রেলার নিয়ে হইচই পড়ে গিয়েছে। আলিয়াকে এখানে দেখা যাবে বাঙালি হিসেবে। তাঁর বিপরীতে দেখা যাবে রণবীর সিংহকে। ছবিতে গুরুত্বপূর্ণ ছবিতে রয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, শাবানা আজমি, জয়া বচ্চন প্রমুখ।

ট্রেলার শেয়ার করে কেউ লিখেছেন, ‘আলিয়াকে অতটাও বাঙালি লাগছে না।’ কেউ লিখলেন, ‘আলিয়ার বদলে দীপিকাকে কাস্ট করলে ভাল হত।’ কেউ আবার ‘পিকু’র দীপিকার ছবি পোস্ট করে লিখলেন, ‘নিখুঁত বাঙালি মহিলা’। কেউ কেউ আবার আলিয়াকেই সেরা ‘বাঙালি’ বলে দাবি করলেন। আলিয়ার ভক্তরা লিখলেন, ‘আলিয়ার মুখে খেলা হবে শুনে খুব ভাল লাগল।’

এবার অপেক্ষা ২৮ জুলাইয়ের। ছবি মুক্তির পরেই খানিক স্পষ্ট হবে কে কতটা বাঙালি।

(Feed Source: news18.com)