ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০-র স্কোয়াড ঘোষণা BCCI-এর, কারা জায়গা পেলেন দলে ?

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০-র স্কোয়াড ঘোষণা BCCI-এর, কারা জায়গা পেলেন দলে ?

নয়া দিল্লি : ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে টি২০ সিরিজের স্কোয়াড ঘোষণা বিসিসিআইয়ের (BCCI)। দলে ডাক পেলেন তরুণ প্রতিভাবান ব্যাটার যশস্বী জয়সওয়াল ও তিলক বার্মা। পাঁচ ম্যাচের সিরিজে দলকে যথারীতি নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। তাঁর ডেপুটির দায়িত্ব পেয়েছেন সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)। টি২০ সিরিজের থাকছেন না রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। যদিও তাঁরা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ ও টেস্ট স্কোয়াডে থাকছেন। টি২০ দলে প্রত্যাবর্তন করছেন রবি বিষ্ণৈ। বিসিসিআইয়ের মুখ্য নির্বাচক অজিত আগরকারের নেতৃত্বে এটাই প্রথম স্কোয়াড নির্বাচন। মঙ্গলবারই এই দায়িত্বে এসেছেন ভারতের একসময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

স্কোয়াডে কারা কারা জায়গা করে নিলেন ?

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ স্কোয়াডে রয়েছেন- ঈশান কিষাণ (উইকেট কিপার), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, তিলক বার্মা, সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেট কিপার), হার্দিক পাণ্ড্য (অধিনায়ক), অক্ষর পটেল, যুজবেন্দ্র চহ্বাল, কুলদীপ যাদব, রবি বিষ্ণৈ, অর্শদীপ সিং, উমরান মালিক, আবেশ খান ও মুকেশ কুমার।

গত দুই আইপিএল মরসুমে মুম্বই ইন্ডিয়ান্স দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য থেকেছেন তিলক বার্মা। যাঁর স্ট্রাইক রেট ৪৭ ম্যাচে ১৪২ প্লাস। পাঁচ নম্বরে ব্যাট করে এই সাফল্য নজর কেড়েছে নির্বাচকদের। অন্যদিকে, সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজেও ডাক পেয়েছেন যশস্বী। । জয়সওয়াল ছাড়াও, ওপেনার হিসাবে জায়গা পেয়েছেন ইশান কিষাণ ও শুভমন গিল। উইকেট রক্ষকের ভূমিকায় দেখা যেতে পারে সঞ্জু স্যামসন বা কিষাণকে। এই দলে সিনিয়র সদস্য হিসাবে রয়েছেন হার্দিক পাণ্ড্য ও সূর্যকুমার যাদব। স্কোয়াডে জায়গা করে নিয়েছেন চার স্পিনারও- অক্ষর পটেল, যুজবেন্দ্র চহ্বাল, কুলদীপ যাদব, রবি বিষ্ণৈ। চার পেসার হলেন- অর্শদীপ সিং, উমরান মালিক, আবেশ খান ও মুকেশ কুমার।

দল নির্বাচনের আগে এবারের আইপিএলে অন্যতম সফল খেলোয়াড় তথা কলকাতা নাইট রাইডার্সের তারকা রিঙ্কু সিংকে নিয়েও জল্পনা শুরু হয়েছিল। যদিও তাঁর ভাগ্যে শিকে ছেঁড়েনি।

(Feed Source: abplive.com)