ছোট অপারেশন, রাতে সরকারি হাসপাতালে নয়, গাড়ি চেপে বাড়ি ফিরলেন মুখ্যমন্ত্রী

ছোট অপারেশন, রাতে সরকারি হাসপাতালে নয়, গাড়ি চেপে বাড়ি ফিরলেন মুখ্যমন্ত্রী

হাঁটুতে ফ্লুইড জমেছিল। সেই ফ্লুইড বের করা হল এসএসকেএমে। তবে তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন। তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় তাঁকে নিতে হাসপাতালে আসেন। এরপর দেখা যায় অত্যন্ত ধীর পায়ে মুখ্যমন্ত্রীর গাড়ির সামনের আসনে ওঠেন। দৃশ্যতই চলতে বেশ কষ্ট হচ্ছিল তাঁর। সেই অবস্থাতেই তিনি গাড়িতে ওঠেন। একই গাড়ির পেছনের আসনে বসেন অভিষেক। এরপর বাড়ির দিকে রওনা দেয় গাড়িটি।

কিন্তু কেমন আছেন মুখ্য়মন্ত্রী? হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত সাময়িক তিনি পায়ে ভর দিয়ে বিশেষ কাজ করতে পারবেন না। এদিন গাড়িতে ওঠার সময়তেও দেখা যায় তিনি বেশ কষ্ট করেই চলছেন। তবে সূত্রের খবর, ফিজিকাল মেডিসিন বিভাগের প্রধান রাজেশ প্রামাণিকের নেতৃত্বে মেডিক্যাল টিম হাজির ছিল এদিন। হাসপাতালে ছোট অপারেশন হয় তাঁর। উডবার্ন ব্লকে এই অপারেশন হয়। তখন জমে থাকা ফ্লুইড বের করা হয়।

মোটামুটি দুপুর ৩টে থেকে সাড়ে ৪টে পর্যন্ত ওটি করা হয়। এরপর তাঁর পায়ে বিশেষ ধরনের ব্যান্ডেজ করে দেওয়া হয়। ব্যাথা কমাতে ওষুধ দেওয়া হয়েছে বলে খবর। আপাতত জোরে হাঁটার ক্ষেত্রে কিছুটা লাগাম টানার কথা বলা হয়েছে।

সূত্রের খবর, এতদিন ধরে ফিজিওথেরাপি চলছিল মুখ্যমন্ত্রীর। এরপর পরীক্ষা করে চিকিৎসকরা বুঝতে পারেন তাঁর হাঁটুতে ফ্লুইড জমেছে। উডবার্ন ব্লকের সাড়ে ১২ নম্বর কেবিনে ভর্তি করা হয় তাঁকে। এরপর চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন। বিশেষ ধরনের রেডিও ইমেজিং করা হয়। তারপর ছোট অপারেশন করার উদ্যোগ। তবে এই ধরনের অপারেশনের পর সাধারণত হাসপাতালে এক রাত থাকার কথা। সেই মতো চিকিৎসকরা প্রস্তুতি নিয়েছিলেন বলে খবর। কিন্তু তিনি রাতে হাসপাতালে থাকবেন কি না তা নিয়ে অনিশ্চয়তাটা থেকেই গিয়েছিল। তবে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী আর হাসপাতালে থাকতে চাননি। তিনি অত্যন্ত ধীরে গাড়িতে গিয়ে ওঠেন। তবে তিনি ঠিক কবে ফের স্বাভাবিক কাজে ফিরবেন সেটা এখনও জানা যায়নি।

তবে কিছুদিন আগে মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছিল, মুখ্যমন্ত্রীর বাঁ হাঁটুতে লিগামেন্ট ইনজুরি হয়েছে। বাঁদিকে হিপ জয়েন্টেও লেগেছিল।

প্রসঙ্গত সম্প্রতি জলপাইগুড়ির ক্রান্তি থেকে হেলিকপ্টারে রওনা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা ছিল, হেলিকপ্টারে করে বাগডোগরা আসবেন তিনি। তারপর সেখান থেকে বিমানে কলকাতা ফিরবেন। কিন্তু মাঝ আকাশে হেলিকপ্টার যখন বৈকুণ্ঠপুর জঙ্গলের উপর উড়ছে তখন প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে। দুর্যোগের মুখে পড়ে হেলিকপ্টারটি অন্য়দিকে ঘুরিয়ে দেয়। এরপর সেবক এয়ারবেসে সেটি জরুরী অবতরণ করে। হেলিকপ্টার থেকে নামার সময় মুখ্যমন্ত্রীর পায়ে কোমরে চোট লাগে বলে খবর।

(Feed Source: hindustantimes.com)