‘ওর দর ৫ লাখ! ওকে আবার…’ উপমুখ্যমন্ত্রীর ‘অফার’ নিয়ে শুভেন্দুকে কটাক্ষ অভিষেকের

‘ওর দর ৫ লাখ! ওকে আবার…’ উপমুখ্যমন্ত্রীর ‘অফার’ নিয়ে শুভেন্দুকে কটাক্ষ অভিষেকের

বুধবার পূর্বমেদিনীপুরের এগরার একটি সভা থেকে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন তাঁকে উপমুখ্যমন্ত্রীর পদ ‘অফার’ করা হয়েছিল। কিন্তু তিনি তা নেননি। বিরোধী দলনেতার দাবি পশ্চিমবঙ্গকে বাঁচাতে তিনি তা ছেড়েছিলেন। বৃহস্পতিবার তাঁর এই দাবিকে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দিন তিনি বলেন,’শুভেন্দু অধিকারী তো পাঁচ লাখ টাকায় বিক্রি হয়। ম্যাথু স্যামুয়েলের কাছে থেকে ৫ লাখ টাকা নিয়েছে। তাঁকে কে উপমুখ্যমন্ত্রীর পদ অফার করবে?’

এই প্রসঙ্গে তাঁর আরও সংযোজন,’যে লোকটা খবরের কাগজে মুড়িয়ে টাকা নেয় তাঁকে কেউ উপমুখ্যমন্ত্রীর পদ অফার করে?’ এ প্রসঙ্গে তিনি সাম্প্রতিক মহারাষ্ট্রের রাজনৈতিক প্রসঙ্গ তোলেন। অভিষেক বলেন, ‘অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী হয়েছেন। তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির মামলা রয়েছে। এ তো ৫ লাখও ছাড়েনি। সারদা, নারদা, রোজভ্যালি বাংলায় যত দুর্নীতি রয়েছে, সবেতে ওঁর নাম রয়েছে।’

পিসরুম প্রসঙ্গ

রাজ্য পঞ্চায়তে ভোটে অশান্তির কোনও অভিযোগ জানাতে রাজভবনে একটি কন্ট্রোল রুম চালু করেছেন। যার নাম দিয়েছেন পিসরুম। এদিন রাজ্যপালের পিসরুম খোলা নিয়ে কটাক্ষ করেন অভিষেক। তিনি বলেন,’পিস রুম, কন্ট্রোল রুম করোমণ্ডল দুর্ঘটনার দিন কেন খুললেন না?’ তাঁর প্রশ্ন,’নির্বাচন কমিশনের হাতে যদি রক্ত লেগে থাকে তাহলে মণিপুরে যে ৩০০মারা গেল তার রক্ত কার হাতে লেগে রয়েছে?’

তিনি আরও বলেন, ‘‌রাজ্যপাল রাজনীতির ফায়দা তুলতে চাইছে। নয়াদিল্লির নির্দেশ পালন করছেন। ওখান থেকে যেমন বলা হচ্ছে উনি তেমন করছেন। তাছাড়া আমি রাজ্য নির্বাচন কমিশনের মুখপাত্র নই। তাই এই বিষয়ে কিছু বলব না।’

প্রসঙ্গ কেন্দ্রীয় বাহিনী

পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে তিনি বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের আপত্তি ছিল। নির্বাচন কমিশন মনে করেছে ক্ষমতা হ্রাস হচ্ছে। সে কারণে তারা আদালতে গিয়েছে। আদালত মনে করেছে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। তাই কেন্দ্রীয় বাহিনী দিয়েছে। আমরা চাইলে সুপ্রিম কোর্টে যেতে পারতাম। কিন্তু আমরা তা করিনি।’ তিনি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ নিয়ে হাইকোর্টকে ধন্যবাদ জানান।

(Feed Source: hindustantimes.com)