লস অ্যাঞ্জলেস: জেমস ক্যামেরনের টাইটানিক (Titanic) ছবিতে লিওনার্দো ডিক্যাপ্রিও-র ( Leonardo Di Caprio) বদলে অন্য কেউ, ভাবা সম্ভব ? আজ্ঞে হ্যাঁ ভাবতে পারা সত্যিই হয়তো যায় না। তবে ঐতিহাসিক দৃষ্টান্ত করা এই রোমান্টিক ছবি থেকে লিওনার্দোকে সরিয়ে দিতে চেয়েছিলেন পরিচালক। জানলে সত্যিই অবাক হতে হয় !
৯৭-এ গোটা বিশ্বে সাড়া জাগিয়েছিল জেমস ক্যামেরনের এই টাইটানিক। আজও জ্যাক এবং রোজের মাঝের রসায়ন সমানভাবে আলোচিত হয়। তবে এমন ঘটনা সত্যিই ভাবতে পারা যায় না, যে এই ছবির থেকে লিওনার্দোকে বাদ দিতে চেয়েছিলেন জেমস ক্যামেরন। বলিউড-টলিউডে এমন ঘটনা প্রায়শই শোনা গেলেও লিওনার্দোর বদলে অন্য কাউকে টাইটানিকে ভাবতেই সত্যিই কষ্ট হত বই কি। মূলত কেট উইন্সলেটের সঙ্গে স্কিপট পড়া নিয়ে অস্বীকার করা নিয়ে যত কাণ্ড !
(Feed Source: abplive.com)