নয়াদিল্লি: ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ফর্ম্যাটের সিরিজ খেলবে ভারতীয় দল। তারপর আয়ারল্যান্ড সফর, এশিয়া কাপ, বিশ্বকাপ। মোটর ওপর আগামী কয়েক মাস রোহিত শর্মারা একের পর এক সিরিজ খেলতে ব্যস্ত থাকবেন। সেই কারণেই পিছিয়ে গেল ভারত ও আফগানিস্তানের সিরিজ (IND vs AFG ODI)।
প্রাথমিকভাবে ভারতীয় দলের যে সূচি প্রকাশ পেয়েছিল, তাতে জুন মাসে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলার কথা ছিল টিম ইন্ডিয়ার। ২৩ জুন থেকে ৩০ জুনের মধ্যেই এই সিরিজ আয়োজিত হওয়ার কথা। কিন্তু ভারতের ব্যস্ত সূচির জেরে তা সম্ভব নয়। সেই কারণেই ২০২৪ সালের জানুয়ারি মাসে ভারত ও আফগানদের এই সিরিজ আয়োজিত হবে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ (Jay Shah)। মুম্বইয়ে বিসিসিআইয়ের এপেক্স কমিটির আলোচনাসভার পরেই এই সিদ্ধান্ত জানান জয় শাহ। দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে বোঝাপড়ার পরেই এই সিরিজ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাশাপাশি জয় শাহ জানিয়ে দেন সেপ্টেম্বর-অক্টোবর মাসে আয়োজিত এশিয়ান গেমসের জন্য ভারতীয় পুরুষ ও মহিলা দলের ঘোষণা শীঘ্রই করা হবে। এপেক্স কমিটির বৈঠকের পরেই এশিয়ান গেমসে ভারতীয় দলের অংশগ্রহণ করার সিদ্ধান্তে সিলমোহর পড়ে। শাহ আশাবাদী যে পুরুষ ও মহিলা, উভয় বিভাগেই ভারতীয় দল সোনা জিততে সক্ষম হবে।
অবশ্য এশিয়ান গেমসে পুরুষদের বিভাগে বিরাট কোহলি, রোহিত শর্মা-সমৃদ্ধ শক্তিশালী প্রথম সারির দল দেখা যাবে। তাঁদের বদলে দ্বিতীয় সারির পুরুষ দল বাছাই হবে বলেই খবর। ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পুরুষদের ক্রিকেটে সুযোগ পেতে পারেন উঠতি তরুণ ক্রিকেটাররা। অবশ্য ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মহিলাদের ক্রিকেটে ভারতের সেরা দলই অংশ নেবে বলে খবর। অর্থাৎ হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানাদের এই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে। এই প্রথম নয়, এর আগেও এশিয়ান গেমসের তিনবার ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে। ২০১৪ সালে ইঞ্চিয়ন এশিয়ান গেমসেও ক্রিকেট ছিল। তবে ভারত সেইবার ক্রিকেটে অংশ নেয়নি। এবার অবশ্য ব্যস্ত সূচির মাঝেও এশিয়ান গেমসের উভয় বিভাগেই টিম ইন্ডিয়া উপস্থিত থাকবে।
(Feed Source: abplive.com)