পরপর দু’টি টেস্টে হারের পর অবশেষে তৃতীয় টেস্টে জয় পেল ইংল্যান্ড। সেই সঙ্গে লজ্জার হাত থেকে বাঁচল বেন স্টোকস বাহিনী। শুরু থেকেই টেস্টের গতি প্রকৃতি দেখে বোঝা যাচ্ছিল, তৃতীয় টেস্টে ফল হবে। হেডিংলেতে মূলত দুই দলের বোলাররাই দাপট দেখিয়েছেন। তার মধ্যে ম্যাচের চতুর্থ ইনিংসে সপ্তম উইকেটে হ্যারি ব্রুক এবং ক্রিস ওকসের লড়াই ইংল্যান্ডকে জয় পেতে সাহায্য করে। ম্যাচের চতুর্থ দিনে অজিদের তিন উইকেটে হারায় ব্রিটিশরা।
অ্যাশেজের প্রতিটা টেস্টেই লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি। তবে ব্যাজবলের প্রভাবে যেন টেস্ট ম্যাচগুলো পুরো পাঁচ দিনও গড়াচ্ছে না। যেমন হেডিংলেতেই চার দিনেই শেষ হয়ে গেল খেলা। তাও চা-বিরতির আগেই।
ইংল্যান্ডের জয়ের জন্য ২৫১ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। হাতে ছিল ২ দিনের বেশি সময়। একেবারেই বড় লক্ষ্য নয়। বরং অনেক সহজ টার্গেট ছিল ব্রিটিশদের সামনে। শনিবারের শেষে বিনা উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ২৭ রান। কিন্তু রবিবার সকাল থেকেই অজি বোলাররা চেপে ধরার চেষ্টা করে। জ্যাক ক্রলি ৫৫ বলে ৪৪ রান করেন। তবে বেন ডাকেট (২৩), মইন আলি (৫), জো রুটরা (২৩) সস্তায় উইকেট ছুঁড়ে দেয়। কিন্তু পাঁচে নেমে হাল ধরেন হ্যারি ব্রুক।
তবে বেন স্টোকস (১৩) এবং জনি বেয়ারস্টো (৪৫) সঙ্গ দিতে পারেননি ব্রুকের। তবে ক্রিস ওকস যোগ্য সঙ্গত করেন ব্রুককে। সপ্তম উইকেটে ৫৯ রান যোগ করে ইংল্যান্ডের জয়ের ভিত মজবুত করেন ব্রুক এবং ওকস। ৯টি চারের সাহায্যে ৯৩ বলে ৭৫ রান করে ব্রুক সাজঘরে ফিরলেও, ওকস উইকেটে টিকে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
(Feed Source: hindustantimes.com)