নির্বাচনে অশান্তি, হামলা, খুন! পুনর্নির্বাচনে কেমন ছিল পরিস্থিতি? যা জানাল কমিশন

নির্বাচনে অশান্তি, হামলা, খুন! পুনর্নির্বাচনে কেমন ছিল পরিস্থিতি? যা জানাল কমিশন

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটা অশান্তির খবরে সরগরম ছিল রাজ্য রাজনীতি । কোথাও ব্যালট বক্স নিয়ে দৌড়ানোর ছবি আবার কোথাও ব্যালট বক্স-সহ বুথে অগ্নিসংযোগের চিত্রও সামনে এসেছিল। পরিস্থিতি অনুযায়ী রাজ্যের অনেকগুলি বুথেই পুনর্নির্বাচন করানোর সিদ্ধান্ত নেওয়া হয় নির্বাচন কমিশনের তরফে। তবে পুনর্নির্বাচন সংঘটিত হওয়ার সময় পুরোপুরি উল্টো চিত্র রাজ্যের বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে।

সকাল থেকে দেরিতে ভোটকর্মী পৌঁছানোর কারণে বেশ কিছু কেন্দ্রে ভোটগ্রহণ শুরু করতে দেরি হয়। এছাড়া গোটা পরিস্থিতি ছিল আগের দিনের একেবারে উল্টো। এদিনও কিছুটা দেরিতেই নির্বাচন কমিশনের দফতরে আসেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। নির্বাচন কমিশনের কার্যালয় প্রবেশ করার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই চলছে।

কোন বড় রকমের অশান্তির খবর নির্বাচন কমিশনের কাছে নেই বলেই তিনি জানিয়েছেন। তাঁকে প্রশ্ন করা হয়, বেশ কিছু অভিযোগ সামনে এসেছে যে কিছু বিধায়ক তাঁদের নিজস্ব ক্ষেত্রের বাইরে কমিশনের নিয়মকে উপেক্ষা করে ঘুরে বেড়াচ্ছেন। তবে এই বিষয়েও কোনও অভিযোগ জমা পড়েনি বলেই জানান রাজ্য নির্বাচন কমিশনার।

যদিও কমিশন সূত্রে খবর রাজ্যের বিভিন্ন অংশের একাধিক বুথে ভোট গ্রহণ করতে বেশ কিছুটা দেরি হয়েছে। কারণ হিসেবে ভোট কর্মীদের দেরিতে ভোটগ্রহণ কেন্দ্রে আসাকেই দেখানো হয়েছে বলে  সূত্রের খবর। কেন ভোটগ্রহণ শুরু করতে দেরি হচ্ছে সেই বিষয়ে সাত সকালেই সংশ্লিষ্ট জেলাগুলির জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয় নির্বাচন কমিশনের তরফে। কমিশনের তৎপরতায় গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার পরেও, পুলিশকে একাধিক জায়গায় মাইকিং করে ভোটারদের কেন্দ্রতে ডাকতে হয়, দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ভোটারদের পারিবারিক গিয়ে তাদের ভোট দিতে আসার জন্য অনুরোধ করেন। কমিশন সূত্রে খবর, দুপুর একটা পর্যন্ত ৩০.৫৪ শতাংশ ভোট পড়েছে রাজ্যজুড়ে

(Feed Source: news18.com)