পঞ্চায়েত হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে দিল্লি থেকে আসছে BJP-র ফ্যাক্ট ফাইন্ডিং দল

পঞ্চায়েত হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে দিল্লি থেকে আসছে BJP-র ফ্যাক্ট ফাইন্ডিং দল

পঞ্চায়েত হিংসা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে আসছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং দল। ৪ সদস্যের দল দু’এক দিনের মধ্যেই রাজ্যে পৌঁছবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, দলের নেতৃত্বে থাকছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ। ৭ দিনের মধ্যে বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নড্ডাকে রিপোর্ট দেবেন তাঁরা।

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে বেলাগাম হিংসার ঘটনা দেশজুড়ে শিরোনামে জায়গা করে নিয়েছে। এমনকী পাকিস্তানের সংবাদপত্রের প্রকাশিত হয়েছে সেই খবর। এই পরিস্থিতিতে রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিজেপির শীর্ষ নেতৃত্ব। বিজেপি সূত্রে খবর, রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে ৪ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং দল গঠন করেছেন জেপি নড্ডা। দলে রবিশংকর প্রসাদ ছাড়াও রয়েছেন সত্যপাল সিং, রেখা বর্মা, রাজদীপ রায়। ৩ দিন রাজ্যের বিভিন্ন হিংসা কবলিত এলাকা পরিদর্শন করবেন তাঁরা। যেতে পারেন, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনায়। দিল্লি ফিরে গিয়ে আগামী সোমবারের মধ্যে তাঁদের রিপোর্ট জমা দিতে হবে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে এসেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং দল। দিল্লি ফিরে গিয়ে রিপোর্ট দিয়েছে তারা। কিন্তু রাজ্যে বিজেপির এত নেতা থাকতে দিল্লি থেকে কেন ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠাতে হচ্ছে, আর সেই দল এসে লাভটাই বা কী হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে বিজেপির অন্দরেই।

(Feed Source: hindustantimes.com)