একই দেশের বাবা ও ছেলের বিরুদ্ধে খেলার অনন্য নজির, সচিনকে ছুতে পারেন কোহলি

একই দেশের বাবা ও ছেলের বিরুদ্ধে খেলার অনন্য নজির, সচিনকে ছুতে পারেন কোহলি

কলকাতা: ক্যারিবিয়ান সফরে আরও একটি বিরল কৃতিত্বের অধিকারী হওয়ার সম্ভাবনা রয়েছে বিরাট কোহলির। যেই রেকর্ড এর আগে শুধু ছিল প্রাক্তন ভারতীয় কিংবদন্তী সচিন তেন্ডুলকরের। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে একই দেশের বাবা ও ছেলের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন সচিন তেন্ডুলকর। এবার সেই রেকর্ড গড়ার সুযোগ বিরাট কোহলির সামনে। ফলে সচিনের সব ধরনের রেকর্ডেই কোহলি ভাগ বসাচ্ছেন তা বলাই যায়।

১৯৯২ সালে প্রথমবার অস্ট্রেলিয়ার সফরে গিয়েছিলেন সচিন তেন্ডুলকর। সেবার জিওফ মার্শের বিরুদ্ধে খেলেছিলেন মাস্টার ব্লাস্টার। তার প্রায় ২ দশক পর ২০১১-১২ সালে নিজের কেরিয়ারের শেষ অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে শত শতরানের মালিক। সেই সফর ছিল জিওফ মার্শের ছেলে শন মার্শের প্রথম টেস্ট সিরিজ। ফলে বাবার সঙ্গে খেলার ২০ বছর পর ছেলের সঙ্গেও খেলার অনন্য নজির গড়েছিলেন সচিন তেন্ডুলকর।

এবার এই একই রেকর্ড ওয়েস্ট বিরুদ্ধে টেস্ট সিরিজে গড়ার সুযোগ রয়েছে বিরাট কোহলির সামনে। ২০১১ সালে যখন বিরাট কোহলি প্রথমবার ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিলেন সেই সময় ক্যারিবিয়ান দলের সদস্য ছিলেন শিবনারায়ণ চন্দ্রপল। ভারতের বিরুদ্ধে চন্দ্রপলের শেষ সিরিজ ছিল সেটি। আর এবার ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে বিরাট কোহলিই একমাত্র সদস্য যে ২০১১ সালের দলে ছিল। আর এবার ওয়েস্ট ইন্ডিজ দলে রয়েছে শিবনারায়ণ চন্দ্রপলের ছেলে তেজনারায়ণ চন্দ্রপল। প্রথম টেস্টে প্রথম দলে থাকার সম্ভাবনাও প্রবল তেজনারায়ণের। ফলে কোহলিও একই দলের পিতা-পুত্রের বিরুদ্ধে খেলার রেকর্ড গড়তে পারেন।

প্রসঙ্গত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর ছুটি কাটিয়ে ভারতীয় দলে ফিরে কঠিন অনুশীলন করছেন বিরাট কোহলি। সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ক্যারিবিয়ান সফরেও ব্যাট হাতে একাধিক রেকর্ড গড়ার সুযোগ রয়েছে বিরাটের। কোহলির ব্যাটে বিরাট রান দেখতে মুখিয়ে রয়েছেন ফ্যানেরা।স

(Feed Source: news18.com)