ফুটপাথে জঞ্জাল ফেলে মোটা টাকার জরিমানার মুখে টেলর সুইফ্ট

ফুটপাথে জঞ্জাল ফেলে মোটা টাকার জরিমানার মুখে টেলর সুইফ্ট

নিউ ইয়র্কের প্রশাসনিক দফতরের সঙ্গে টেলর সুইফ্টের সম্পর্ক বেশ নরমে গরমে চলছে ইদানীং। কারণ বাড়ির চারপাশ পরিষ্কার না রাখা। টেলর সুইফ্টের বাড়ির বাইরেই নাকি পড়ে থাকে খালি বোতল, ছাইদানির ছাই। সেসব পরিষ্কার করার জন্য ‘ব্ল্যাঙ্ক স্পেস’এর গায়িকাকে নোটিশ দেওয়া হলেও তিনি আমল দেন না। অবশেষে তাঁকে তিন হাজার ডলার জরিমানার মুখে পড়তে হল এবার। জরিমানার জের এমনই সে যে খবর সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে দাবানলের মতো। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ঠিকভাবে ঠিক জায়গায় ময়লা না ফেলে পরিবেশ নষ্ট করলে কাউকেই রেয়াত করে না নিউ ইয়র্ক শহর প্রশাসন। তাই এবারে ছাড় পেলেন না বিখ্যাত গায়িকা টেলর সুইফ্ট।

তাঁর বাড়ির ‘ট্রেবেকা’র সামনেই হাঁটার পথে পড়ে থাকে আবর্জনা। এই নিয়ে বারবার সতর্ক করা হয়েছে টেলরকে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শহর প্রশাসনের তরফে ৩২ বার এই নিয়ে অবগত করা হয়েছে টেলরকে। কিন্তু অবস্থার কিছুই বদল হয়নি। অবশেষে এই বিশাল অঙ্কের জরিমানা করতে বাধ্য হয় নিউ ইয়র্ক প্রশাসন। কী কী রয়েছে সেই আবর্জনার স্তুপে? তারও একটি তালিকা পাওয়া গিয়েছে সংবাদ মাধ্যমের দৌলতে। দেখা গিয়েছে, রাশি রাশি খবরের কাগজ থেকে খালি বোতল, কার্ডবোর্ড, ন্যাপকিন, র‌্যাপার প্রায় সবই রয়েছে সেখানে। এছাড়াও রয়েছে সিগারেট ও তার ছাইও। তবে ৩৩ বছর বয়সি ক্রিস্টিন ও’কোনোর সংবাদ মাধ্যমকে বলেন, সিগারেট সম্ভবত টেলরের অনুরাগীরাই খান। তাঁর দেখা পাওয়ার জন্য অ্যাপার্টমেন্টের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাঁরাই ধূমপান করেন সম্ভবত। টেলরের কথা উঠলে তিনি জানান, কোনওরকম ধূমপানেই আসক্তি নেই টেলরের।

তবে নিউ ইয়র্ক প্রশাসনের এই ব্যবস্থা দেখে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন টেলরের অনুরাগীরা। তাঁদের একাংশের দাবি, গায়িকাকে অযথা নিশানা করা হচ্ছে। তবে নিউ ইয়র্ক প্রশাসন জানিয়েছে, তাঁকে আজ নয়,গত পাঁচ বছর ধরেই এই ব্যাপারে সতর্ক করা হচ্ছে। টিকিটও দেওয়া হচ্ছে তাঁর বাড়িতে। কিন্তু কোনও পরিস্থিতিতেই হুঁশ ফেরেনি তাঁর। তাই শেষ পর্যন্ত এমন ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে প্রশাসন। এই ব্যাপারে টেলরের ব্যক্তিগত সেক্রেটারির মত জানতে চাওয়া হলে কোনও উত্তর মেলেনি।

(Feed Source: hindustantimes.com)