Rajat Patidar, IPL 2022 Eliminator: কেন বিয়ের তারিখ পিছিয়ে দিয়েছিলেন RCB-র অপরাজিত শতরানকারী?

Rajat Patidar, IPL 2022 Eliminator: কেন বিয়ের তারিখ পিছিয়ে দিয়েছিলেন RCB-র অপরাজিত শতরানকারী?

নিজস্ব প্রতিবেদন: পাত্র-পাত্রী তৈরি। বিয়ের তারিখ ঠিক হয়ে গিয়েছে। দুই তরফের আত্মীয়স্বজন ও কাছের বন্ধুরা শুভ মহরত-এ উপস্থিত থাকার জন্য এক পা বাড়িয়ে রেখেছেন। ঠিক এমন সময় নিজের বিয়ে পিছিয়ে দিতে বাধ্য হয়েছিলেন রজত পতিদার (Rajat Patidar)। আইপিএল-এর মাঝে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) ডাক পাওয়ার জন্য। আরসিবি-র (RCB) জার্সি গায়ে চাপিয়ে ১১২ রানের অপরাজিত খেলার পর এমনটাই জানালেন তাঁর বাবা।

রজতের বাবা মনোহর পতিদার বলেন, “৯ মে রজতের বিয়ের তারিখ ছিল। কোভিডের জন্য খুব অল্পের মধ্যে বিয়ের অনুষ্ঠান সেরে ফেলতে চেয়েছিলাম। সেইজন্য কার্ড পর্যন্ত তৈরি করিনি। ইন্দোরের একটি হোটেল ভাড়া করেও রেখেছিলাম। কিন্তু আরসিবি-র তরফ থেকে ডাক পাওয়ার জন্য বিয়ে পিছিয়ে দিতে হল।“

গত আইপিএলেও আরসিবি-র জার্সিতে খেলেছেন তিনি। তৎকালীন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) তাঁকে চারটি ম্যাচে সুযোগ দিয়েছিলেন। সেই চার ম্যাচে মাত্র ৭১ রান করেছিলেন তিনি। তাই এ বারের আইপিএল নিলামে কোনও দল তাঁকে কেনার আগ্রহই দেখায়নি। এমনকি মুখ ফিরিয়ে নিয়েছিল আরসিবি।

তাঁর বেস প্রাইজ ছিল মাত্র ২০ লক্ষ টাকা। পরে লভনিথ সিসোদিয়ার বদলে রজতকে নেয় আরসিবি। আর সেই সিদ্ধান্তই এই মরশুমে রজত ও আরসিবির ভাগ্য বদলে দিল। বিয়ে পিছিয়ে গেলেও, বুধবার লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) বিরুদ্ধে এলিমিনেটরে তিনি ৫৪ বলে ১১২ রানে অপরাজিত থাকেন। ১২টি চার ও সাতটি ছক্কা হাঁকান তিনি। রজতের এই ইনিংসই শেষ পর্যন্ত জিতিয়ে দেয় বেঙ্গালুরুকে। বদলে যায় তাঁর জীবন।

তবে আইপিএল পর্ব মিটলেই যে রজত বিয়ের পিঁড়িতে বসতে পারবেন এমনটা কিন্তু নয়। কারণ আরসিবি সংসার থেকে বেরিয়ে তাঁকে মধ্যপ্রদেশ (Madhya Pradesh) দলে যোগ দিতে হবে। কারণ আগামী ৬ জুন রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে (Ranji Trophy 2022) মধ্যপ্রদেশের প্রতিপক্ষ পঞ্জাব (Punjab)।

রজতের বাবা ফের যোগ করেন, “আইপিএল শেষ হওয়ার পর রজত রঞ্জি খেলতে ব্যস্ত হয়ে যাবে। তাই বিয়ের অনুষ্ঠান জুলাই মাসে আয়োজন করা হবে।“

সবার জীবনে পাল্টা জবাব দেওয়ার সুযোগ থাকে। রজতও সেই সুযোগ পেলেন। এবং সদ্ব্যবহার করলেন। আর তাই তাঁর জীবনও বদলে গেল। রাতারাতি তারকা হয়ে উঠলেন অবিক্রিত এই ব্যাটার।

(Source: zeenews.com