”এমন ইনিংস দেখিনি কখনও”, রজতকে ‘বিরাট সার্টিফিকেট’

”এমন ইনিংস দেখিনি কখনও”, রজতকে ‘বিরাট সার্টিফিকেট’

কলকাতা: এই কলকাতার মাঠেই নিজের শেষ সেঞ্চুরিটি হাঁকিয়েছিলেন। তবে তা ছিল টেস্টের মঞ্চ। বুধবার আরও একবার সুযোগ ছিল তাঁর সামনে শতরান হাঁকানোর। কিন্তু বিরাট মঞ্চে নায়ক হয়ে গেলেন রজত পাতিদার নামের এক অনামি ক্রিকেটার। যদিও সেই রজতের ইনিংসেই মজে আছেন কিং কোহলি। ম্যাচের পর আরসিবির প্রাক্তন অধিনায়ক রজতকে পাশে দাঁড় করিয়ে বলেন, ”আমি অনেক ইনিংস দেখেছি। চাপের মুখে অনেকেই অনেক ভাল ইনিংস খেলেছেন। কিন্তু রজত যেমন ইনিংস খেলল, এমনটা আমি আগে খুব একটা দেখিনি। চাপের মুখে খেলল। প্রথম আনক্যাপড প্লেয়ার হিসেবে আইপিএলের প্লে অফে সেঞ্চুরি হাঁকালো রজত। ওঁর ইনিংসকে কখনওই ফ্লুক হিসেবে ভাবা উচিত নয়। যেভাবে খেলাটা চালনা করেছে, তা সত্যিই দুর্দান্ত। আমাদের ওঁর প্রতি কুর্ণিশ জানানো উচিত। আগামীতে অনেক বেশি করে রজতের নাম শুনতে পাওয়া যাবে।”

কোহলি রজতকে প্রশ্ন করেছিলেন যে, দ্রুত শুরুর দিকে উইকেট পড়ে গিয়েছিল, তাতে চাপ অনুভব হয়নি? রজত জানান, ”চাপ ছিল না বলব না। কিন্তু আমার নিজের ওপর আত্মবিশ্বাস ছিল। জানতাম যে যদি একটা বড় পার্টনারশিপ গড়তে পারি, তবে দলের স্কোরবোর্ডেও বড় রান তুলে দিতে পারব, ঠিক সেটাই হয়েছে।”

ইডেনে কাল নায়ক হলেন রজত

মঞ্চ সাজানো ছিল বিরাট কোহলির (Virat Kohli) জন্য। আন্তর্জাতিক ক্রিকেটে ও আইপিএলে যাঁর শেষ সেঞ্চুরি ইডেনে (Eden Gardens)। পয়মন্ত মাঠে ফের রং ছড়াবেন কোহলি, ভরা ইডেনও যেন সেই স্বপ্নে বিভোর হয়েছিল।

কোহলি পারেননি। ইনিংস ওপেন করতে নেমে ২৪ বলে ২৫ রানে আউট হয়ে ফেরেন তিনি। কোহলির জন্য সাজানো মঞ্চে বুধবার দেখা গেল রজত-রাজ। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৫৪ বলে ১১২ রান করে অপরাজিত রইলেন মধ্যপ্রদেশের ব্যাটার রজত পাতিদার (Rajat Patidar)। মাত্র ৪৯ বলে সেঞ্চুরি সম্পূর্ণ করলেন। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত করলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik। ২৩ বলে ৩৭ রানে অপরাজিত রইলেন ডিকে। এক সময় ইডেন ছিল যাঁর হোমগ্রাউন্ড। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন বলে ইডেনের নাড়িনক্ষত্র যাঁর নখদর্পণে।

অবিচ্ছেদ্য পঞ্চম উইকেটে ৪১ বলে ৯২ রান যোগ করেন রজত ও কার্তিক। শেষ ৫ ওভারে আরসিবি তুলল ৮৪ রান। যা ম্যাচের রং পাল্টে দিয়ে গেল। নির্ধারিত ২০ ওভারে আরসিবি তোলে ২০৭/৪। কে এল রাহুলদের সামনে জয়ের লক্ষ্য ছিল ২০৮ রানের। যা তাড়া করতে নেমে

(Source: abplive.com)