২১ জুলাইয়ের মঞ্চে থাকছে বিরাট চমক! যা হতে চলেছে, শুনলে চমকে উঠবেন

২১ জুলাইয়ের মঞ্চে থাকছে বিরাট চমক! যা হতে চলেছে, শুনলে চমকে উঠবেন

কলকাতা: পঞ্চায়েত জয়ের পরে, তৃণমূলের মেগা সমাবেশ। ২০২৪-এর লোকসভা ভোটের আগে এই সমাবেশে নজর তৃণমূলের সমস্ত নেতা-কর্মীদের। লোকসভার আগে এবার ২১ জুলাইয়ের মেগা ইভেন্ট। তাই এবার ব্যবস্থাও নজরকাড়া৷ ধর্মতলায় প্রস্তুতি নেওয়া শুরু হল। খুঁটি পুজো করে ২১ জুলাইয়ের মঞ্চ তৈরির কাজ হল শুরু। সমাবেশের সব রকম ব্যবস্থাপনা খতিয়ে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

এবার মূল সমাবেশ মঞ্চ হিসাবে তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে ভিক্টোরিয়া হাউসের সামনে। মূল সমাবেশের জন্য যে তিনটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে, তা এবার আকারে অনেক বড়। তৃণমূল সূত্রে খবর, তৃণমূল কংগ্রেস এখন বড় দল। তাই শীর্ষ নেতা, অভ্যাগত, আমন্ত্রিত, নেতাদের নিয়ে প্রায় ৫০০ জন বসতে পারেন, এমনভাবে তৈরি করা হয়েছে মঞ্চ। ত্রি-স্তরীয় মূল মঞ্চটি মাটি থেকে পর্যায়ক্রমে ১১,১২,১৩ ফুট উঁচু। দৈর্ঘ্য-প্রস্থ যথাক্রমে ৮০ ও ৪২ ফুট।

ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও খোলা মঞ্চেই হচ্ছে সমাবেশ। মঞ্চ ঘেরা হবে দলীয় পতাকা তেরঙ্গার রঙে৷ এসপ্ল্যানেড ও পার্ক স্ট্রিট চত্বরে থাকছে প্রায় ১৫’টি জায়েন্ট স্ক্রিন। এছাড়া শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় থাকছে জায়েন্ট স্ক্রিনে দেখানোর সুবিধা। প্রায় ১০০০ স্বেচ্ছাসেবক থাকবেন।

তিনটি মঞ্চের একটিতে থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা দলের প্রথম সারির শীর্ষ নেতৃত্ব। দ্বিতীয় মঞ্চে থাকবেন শহিদ পরিবারের সদস্যরা। তৃতীয় মঞ্চে থাকবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা।

এদিন খুঁটি পুজো হল ধর্মতলায়। হাজির ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী, যুব তৃণমূল সভাবেত্রী সায়নী ঘোষ সহ একাধিক নেতা৷ আজ থেকেই শুরু হয়ে গেল মঞ্চ বাঁধার কাজ৷

(Feed Source: news18.com)