গভীর রাতে ‘দানবের’ মতো এ কী রাস্তায় ঘুরছে! আতঙ্কে ঘুম উড়েছে সকলের

গভীর রাতে ‘দানবের’ মতো এ কী রাস্তায় ঘুরছে! আতঙ্কে ঘুম উড়েছে সকলের

আলিগড়: সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেখানে দেখা মিলেছে এক কুমিরের। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের আলিগড়ের ঘনবসতিপূর্ণ এলাকায় গভীর রাতে একটি কুমিরকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে রাস্তায়। ভাইরাল হয়েছে সেই ভিডিও। তারপর থেকেই এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

জানা গিয়েছে, যে এলাকার ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেটি নয়াবস্তি এলাকার। আলিগড়ের বান্নাদেবী থানা এলাকার অধীনে পড়ে নয়াবস্তি। সেখানে একটি পুরনো জলাশয় রয়েছে। গত কয়েক বছর এলাকায় গুঞ্জন ছিল ওই জলাশয়ে কুমির রয়েছে বলে। তবে তার সত্যতা যাচাই করা যায়নি। এবার রাস্তায় কুমির চলায় সেই গুঞ্জনের সত্যতা প্রমাণিত হয়েছে।

রাস্তায় কুমির ঘুরছে, এই খবর ছড়িয়ে পড়ার পরই আতঙ্ক গ্রাস করেছে গোটা এলাকাকে। উপরন্তু, প্রশাসনিক স্তরে গাফিলতির অভিযোগও তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ওয়াসিম আহমেদ সালমানি জানান, তিনি একাধিকবার বন বিভাগে ফোন করলেও বন বিভাগের কর্মকর্তারা কোনও সন্তোষজনক উত্তর দেননি।

ওই এলাকার পাশেই একটি জলাশয় রয়েছে যেখান থেকে এই কুমিরটি প্রায়ই বর্ষাকালে লোকালয়ে বেরিয়ে আসে। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, আলিগড় বন বিভাগের বিভাগীয় পরিচালক (ডিএফও) দিবাকরকুমার বশিষ্ঠ বলেছেন, ‘সকাল সাড়ে ১১টা নাগাদ আমরা একটি ভিডিও পেয়েছি যা আসলে একটি সিসিটিভি ফুটেজ। এটি আলিগড়ের নয়া বস্তি এলাকার বলেই মনে হচ্ছে। ভিডিওতে একটি কুমিরকে রাস্তায় ঘুরতে দেখা গিয়েছে। তার পরেই এক প্রতিনিধি দল পাঠানো হয়েছে ওই এলাকায়।’

ঘটনাস্থলে গিয়ে বন বিভাগের প্রতিনিধি দল পরিস্থিতি খতিয়ে দেখার চেষ্টা করছে। কুমিরটি কোথা থেকে এসেছে এবং এটিকে উদ্ধার অন্যত্র কোথাও ছেড়ে দেওয়া যায় কি না তাও দেখা যাচ্ছে। ডিএফও দাবি করেন, এর আগেও এলাকার বাসিন্দারা ওই জলাশয়ে কুমির রয়েছে বলে দাবি করেন। কিন্তু এর আগে কখনই তাকে খুঁজে পাওয়া যায়নি। এই প্রথম চাক্ষুষ করা গিয়েছে কুমিরটিকে। প্রয়োজন মতো পদক্ষেপ করা হবে।

(Feed Source: news18.com)