যুদ্ধ লাগার উপক্রম আমেরিকা বনাম ইরানে! এফ১৬ বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যুদ্ধ লাগার উপক্রম আমেরিকা বনাম ইরানে! এফ১৬ বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

তেহরান: ইরানের সঙ্গে আবার উত্তেজনা, উপ-সাগরীয় এলাকায় বেশি মাত্রায় যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জো বাইডেন জানিয়ে দিয়েছেন কিছুতেই তাদের জাহাজ এবং বন্ধু দেশের ওপর ইরানের দাদাগিরি সহ্য করা হবে না। আমেরিকার সন্দেহ এর পেছনে রাশিয়ার হাত আছে। প্রেসিডেন্ট পুতিন ইরানের সঙ্গে গোপন বোঝাপড়া করেছেন আমেরিকার বিরুদ্ধে পদক্ষেপ নিতে। গত সপ্তাহে ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালীতে দু’টি তেলবাহী জাহাজের উপর হামলা করে বলে পেন্টাগনের অভিযোগ।

তার মধ্যে একটি জাহাজকে নিশানা করে গুলিও চালানো হয়েছিল বলে কয়েকটি পশ্চিমী সংবাদমাধ্যমের দাবি। গত কয়েক বছর ধরেই উপসাগরীয় এলাকায় ধারাবাহিক ভাবে আক্রান্ত হচ্ছে তেলবাহী জাহাজ। অভিযোগ, অধিকাংশ ক্ষেত্রেই হামলা হচ্ছে ইরানের জলসীমার উপকূলে। ঘটনাচক্রে, সৌদি আরব-সহ পশ্চিম এশিয়ায় আমেরিকার মিত্র দেশগুলির তেলবাহী জাহাজেই হচ্ছে এমন আক্রমণ।

(Feed Source: news18.com)