রবিবার উত্তর-পশ্চিম  বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, দুর্যোগ হবে বাংলায়?

রবিবার উত্তর-পশ্চিম  বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, দুর্যোগ হবে বাংলায়?

সঞ্চয়ন মিত্র, কলকাতা : উত্তর-পশ্চিম  বঙ্গোপসাগরে ( Bay Of Bengal )  একটি ঘুর্নাবর্ত ( Cyclone )  তৈরি হবে ১৬ জুলাই রবিবার। এই ঘুর্নাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশা অভিমুখে অগ্রসর হবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। এর প্রভাব কতটা বাংলায় পড়বে তার দিকে নজর রাখছেন আবহবিদরা।

সপ্তাহ শেষে শনি রবিতে ভারী বৃষ্টি 
আপাতত মৌসুমী অক্ষরেখাটি রাজস্থানের বিকানের নাড়নাউল, গ্বালিয়র, সাতনা, ডালটনগঞ্জ হয়ে শ্রীনিকেতনের উপর দিয়ে উপর দিয়ে গিয়ে পূর্ব দিকে উত্তর-পূর্ব ভারতের রাজ্য মিজোরাম পর্যন্ত বিস্তৃত। এর ফলে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাগুলিতেই। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে , অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি হবে। শনিবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে।  শনি ও রবিবার উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।

উত্তরবঙ্গে বৃষ্টি কমবে কি ?

উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। উপরের পাঁচ জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এই পাঁচ জেলাতে। কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে। রবিবার থেকে আরও কমবে বৃষ্টির পরিমাণ।

কলকাতায় আবহাওয়া কেমন ?

কলকাতায় মূলত মেঘলা আকাশ। জলীয় বাষ্প থাকায় অস্বস্তি থাকবে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি।

আগামী ৭ দিন কলকাতায় কেমন থাকবে আবহাওয়া 

তথ্যসূত্র :

https://city.imd.gov.in/

(Feed Source: abplive.com)